অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রককে ড্রোন ব্যবহারের অনুমতি

Posted On: 19 FEB 2021 2:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ই ফেব্রুয়ারী, ২০২১

 

অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রককে দূর নিয়ন্ত্রিত এয়ারক্র্যাফ্ট ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, দেশের ১০০টি জেলায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে ড্রোনের সাহায্যে তথ্য সংগ্রহ করার অনুমতি পেয়েছে।

যে দিন থেকে এ সংক্রান্ত অনুমতিপত্র জারি হবে, অথবা যে দিন থেকে কার্যকর করা হবে – এর মধ্যে যে তারিখটি প্রথমে থাকবে, সেই দিন থেকে পরবর্তী ১ বছর তা কার্যকর হবে। তবে, এক্ষেত্রে সমস্ত বিধি – নিষেধ মেনে চলতে হবে। যদি কোনো শর্তাবলী লঙ্ঘিত হয় তাহলে এই অনুমতি বাতিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  এসংক্রান্ত অনুমতির শর্তগুলি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন -  https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/feb/doc202121901.pdf

***

 

 

CG/CB/SFS



(Release ID: 1699533) Visitor Counter : 143