প্রতিরক্ষামন্ত্রক

সীমান্তবর্তী অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে ২০২১-২২-এর বাজেটে সীমান্ত সড়ক সংগঠনের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব

Posted On: 17 FEB 2021 3:03PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৭ই ফেব্রুয়ারি, ২০২১

 

সীমান্তবর্তী অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে ২০২১-২২ সালের সাধারণ বাজেটে সীমান্ত সড়ক সংগঠনের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সীমান্তে সড়কগুলির উন্নয়নের জন্য ব্যয়বরাদ্দর প্রস্তাব ৫,৫৮৬ কোটি ২৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬,০০৪ কোটি ৮ লক্ষ টাকা করা হয়েছে। এই অঞ্চলের রাস্তাগুলি রক্ষণাবেক্ষণের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ৮৫০ কোটি টাকা, আগে এর পরিমাণ ছিল ৭৫০টাকা।

বাজেটে বরাদ্দ বাড়লে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকায় অত্যাধুনিক প্রযুক্তি , যন্ত্রপাতি কিনে নির্মাণ কাজ করতে সুবিধা হবে। সীমান্ত এলাকায় কৌশলগত বিভিন্ন সড়ক, সেতু ,সুড়ঙ্গ তৈরি করা যাবে

***

 

 

CG/CB



(Release ID: 1698775) Visitor Counter : 77