স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী
জাতীয় স্তরে সুস্থতার হার এখন ৯৭.৩২ শতাংশ, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন
১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর খবর নেই ; ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের ঘটনা ঘটেনি
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ৮৭ লক্ষের বেশি সুফলভোগীর টিকাকরণ
Posted On:
16 FEB 2021 12:11PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী। আজ এই সংখ্যা আরও কমে হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৮৭২।
দেশে মোট করোনায় আক্রান্তের কেবল ১.২৫ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত। এখনও পর্যন্ত ১ কোটি ৬ লক্ষ ৩৩ হাজার ২৫ জন করোনা মুক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০৫ জন। এরফলে, জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩২ শতাংশ, যা বিশ্বে অন্যতম সর্বনিম্ন। অন্যদিকে, সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক আজ আরও বেড়ে হয়েছে ১ কোটি ৪ লক্ষ ৯৬ হাজার ১৫৩।
আরও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থতার হার জাতীয় গড়ের তুলনায় বেশি। দমন ও দিউ তথা দাদরা ও নগর হাভেলীতে সুস্থতার হার ৯৯.৮৮ শতাংশ।
১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে- লাক্ষ্মাদ্বীপ, সিকিম, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, গুজরাট, চন্ডীগড়, জম্মু-কাশ্মীর, মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচলপ্রদেশ প্রভৃতি।
দেশে গত ২৪ ঘন্টায় ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে করোনায় আক্রান্তের কোনও খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল- সিকিম, মেঘালয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং দমন ও দিউ তথা দাদরা ও নগর হাভেলী।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ কর্মসূচির আওতায় আজ সকাল ৮টা পর্যন্ত ৮৭ লক্ষের বেশি স্বাস্থ্যকর্মী ও অগ্রভাগে থাকা কর্মীকে টিকা দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী গত ১৬ই জানুয়ারি দেশজুড়ে কোভিড টিকাকরণ কর্মসূচির সূচনা করেন।
আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ৮৭ লক্ষ ২০ হাজার ৮২২ জন সুফলভোগীর টিকাকরণ হয়েছে। এরমধ্যে, ৬১ লক্ষ ৭ হাজার ১২০ জন স্বাস্থ্যকর্মী টিকার প্রথম ডোজ এবং ১ লক্ষ ৬০ হাজার ২৯১ জন স্বাস্থ্যকর্মী টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ২৪ লক্ষ ৫৩ হাজার ৪১১ জন কর্মীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে ৫ লক্ষ ৪৫ হাজার ২৯৯ জন সুফলভোগীকে টিকার প্রথম ডোজ এবং ৯ হাজার ৮২১ জন সুফলভোগীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণের ৩১তম দিনে (১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত) মোট ৪ লক্ষ ৩৫ হাজার ৫২৭ জন সুফলভোগীকে টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে, ২ লক্ষ ৯৯ হাজার ৭৯৭ জন সুফলভোগীকে টিকার প্রথম ডোজ এবং ১ লক্ষ ৩৫ হাজার ৭৩০ জন সুফলভোগীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ১২১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮০.৫৪ শতাংশই ৫টি রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে একদিনে সর্বাধিক ৩ হাজার ৩৬৫ জন আক্রান্ত হয়েছেন। কেরালায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৪ জন।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা জনিত কারণে ৮১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭০.৩৭ শতাংশই মারা গেছেন ৫টি রাজ্যে। মহারাষ্ট্রে একদিনে সর্বাধিক ২৩ জনের মৃত্যু হয়েছে। কেরালায় মৃত্যু হয়েছে ১৩ জনের এবং পাঞ্জাবে মারা গেছেন ১০ জন।
***
CG/BD/NS
(Release ID: 1698428)
Visitor Counter : 160
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Malayalam