শিল্পওবাণিজ্যমন্ত্রক
কাঁকিনাডার গভীর সমুদ্র বন্দর থেকে এবার জাহাজে চাল রপ্তানি শুরু হলো
Posted On:
14 FEB 2021 10:43AM by PIB Kolkata
নতুন দিল্লি,১৪ ফেব্রুয়ারি,২০২১
ভারত চাল রপ্তানির ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। অন্ধ্রপ্রদেশের কাঁকিনাডার গভীর সমুদ্র বন্দর থেকে এবার জাহাজে করে চাল রপ্তানির কাজ শুরু হয়েছে। ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত উৎপাদক রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ, অ্যাপেডার আওতাধীন রপ্তানি সংস্থা মেসার্স সত্যম বালাজি রাইস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড গত ১২ ফেব্রুয়ারি জাহাজে করে চাল রপ্তানি করেছে।
ওই দিন কাঁকিনাডা সমুদ্র বন্দরে পতাকা উত্তোলন করে জাহাজের যাত্রা শুরু করেন অ্যাপেডার চেয়ারম্যান ডঃ এম অঙ্গামুথু। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব গোদাবরীর জেলা সমাহর্তা ডক্টর জি লক্সমিশা, কাঁকিনাডা সমুদ্র বন্দরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী এম মুরলিধর প্রমূখ।
অনুমোদিত চাল রপ্তানিকারকরা কাঁকিনাডার গভীর সমুদ্রবন্দরকে ব্যবহার করে চাল রপ্তানি করতে পারে বলে অ্যাপেডার পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশ সরকারকে জানানো হয়েছিল। চলতি অর্থবছরে (২০২১-২২) ভারত থেকে চালের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় কাঁকিনাডার নোঙ্গর বন্দরে তীব্র যানজট দেখা দেয়। কেননা ওই বন্দর দিয়েই চাল রপ্তানি হয়। কাঁকিনাডার চাল রপ্তানি সংগঠনের পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশ সরকারকে কাঁকিনাড়া গভীর সমুদ্র বন্দর ব্যবহারের আর্জি জানানো হয়েছিল।
ভারত থেকে ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে চাল, গম সহ ভোজ্য শস্যের রপ্তানির পরিমাণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছিল।
২০২০-র এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ভোজ্য শস্যের রপ্তানির পরিমাণ বিগত আর্থিক বছরের ৩২,৫৫১ কোটি টাকার চেয়ে বের হয়েছিল ৪৯, ৮৩২ কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-র এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ২২,০৩৮ কোটি টাকার বাসমতি চাল রপ্তানি করা হয়েছে। ওই একই সময়ে তার আগের বছর রপ্তানির পরিমাণ ছিল ২০,৯২৬ কোটি টাকা।
এর পাশাপাশি, ২০২০-২১ অর্থবছরে বাসমতি নয়, এমন চাল জাহাজে রপ্তানির পরিমাণ ছিল ২২,৮৫৬ কোটি টাকা। কোভিড জনিত পরিস্থিতিতে এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে সমুদ্রপথে জাহাজে করে বাসমতি নয়, এমন চাল রপ্তানির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। কেননা সেই সময় অনেক দেশই জরুরি পরিস্থিতি সামাল দিতে চাল সংগ্রহ করে তা মজুত করে রেখেছিল। এরমধ্যে থাইল্যান্ডের কথা উল্লেখ করা যেতে পারে। যে দেশ ভারতের পরেই সবচেয়ে বেশি চাল উৎপাদন করে।কিন্তু খরা জনিত পরিস্থিতিতে গত বছর তাদের চাল উৎপাদন ব্যাপকহারে হ্রাস পেয়েছিল।
***
CG/ SB
(Release ID: 1697972)
Visitor Counter : 203