সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

আগামীকাল দেশের প্রথম সিএনজি ট্রাক্টরের উদ্বোধন করবেন গড়করি ; এই ধরণের ট্রাক্টর কৃষকদের জ্বালানী খরচ বাবদ বার্ষিক এক লক্ষ টাকা সাশ্রয় করবে

Posted On: 11 FEB 2021 2:03PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১১ ফেব্রুয়ারি, ২০২১


      ডিজেল পরিচালিত ট্রাক্টর থেকে পরিবর্তিত দেশের প্রথম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) পরিচালিত ট্রাক্টরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আগামীকাল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই ধরণের ট্রাক্টরের উদ্বোধন করবেন। রাওমাত টেকনো সলিউশন এবং টোম্যাসেটো অচিল ইন্ডিয়া যৌথভাবে এই পরিবর্তিত ট্রাক্টর নিয়ে এসেছে। এতে কৃষকদের আয় বৃদ্ধি পাবে, জ্বালানী বাবদ খরচ কমবে এবং গ্রামীণ ভারতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ সুবিধা প্রদান করবে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, শ্রী নরেন্দ্র সিং তোমর, শ্রী পুরুষোত্তম রুপালা এবং জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিং এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই সিএনজি পরিচালিত ট্রাক্টর কৃষকদের জ্বালানী খরচ বাবদ বার্ষিক ১ লক্ষ টাকা সাশ্রয়ে এবং তাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সাহায্য করবে। পাশাপাশি পরিবেশে দূষণের মাত্রাও কমবে। এই সিএনজি পরিচালিত ট্রাক্টরগুলির দাম পেট্রোল/ডিজেল পরিচালিত গাড়ির থেকে অনেক কম। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ধরণের ট্রাক্টর তৈরি করা হয়েছে। আগামীদিনে এই ট্রাক্টর উৎপাদনের ওপর বিশেষ জোর দেওয়া হবে। বর্তমানে যেখানে প্রতি লিটার ডিজেলের দাম ৭৭ টাকা ৪৩ পয়সা সেখানে কেজি প্রতি সিএনজি-র দাম ৪২ টাকা। এরফলে কৃষকরা প্রায় ৫০ শতাংশ কম দামে ট্রাক্টরের জন্য জ্বালানী কিনতে পারবেন।

***


CG/SS /NS



(Release ID: 1697260) Visitor Counter : 185