সংস্কৃতিমন্ত্রক

ঐতিহাসিক স্মৃতিসৌধ গুলি সংরক্ষণের ব্যবস্থা

Posted On: 09 FEB 2021 3:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২১
 
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সর্বেক্ষণ-এর অধীনে জাতীয় গুরুত্ব রয়েছে সারাদেশে এরকম ৩৬৯৩ টি স্মৃতিসৌধ রয়েছে। ১৯৫৮ সালের স্মৃতিসৌধ সংরক্ষণ আইনের অধীনে একটি বিধি তৈরি করে স্মৃতিসৌধ চত্বরে থাকা জায়গা দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল এই তথ্য জানিয়েছেন।
 
এজন্য সুপারেনটেনডিং আর্কিওলজিস্টকে একজন এস্টেট অফিসারের দায়িত্ব দিয়ে দখলদারদের উচ্ছেদ নোটিশ জারি করার ক্ষমতা  দেওয়া হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে প্রয়োজনে আদালতের মাধ্যমে দখলদারদের উচ্ছেদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। জাতীয় স্তরের স্মৃতিস্তম্ভ গুলির এলাকা যাতে দখল না হয়ে যায় সেজন্য সরকারের পক্ষ থেকে সুরক্ষার জন্য নিরাপত্তাকর্মীদের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
 
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সর্বক্ষণের তালিকায় ২৪ টি স্মৃতিস্তম্ভের কোন হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের পক্ষ থেকে ওই স্মৃতিস্তম্ভ গুলি খুঁজে বার করে চিহ্নিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।
 
***
 
 
 
 
CG/ SB


(Release ID: 1696679) Visitor Counter : 719