রাষ্ট্রপতিরসচিবালয়

কোভিড -১৯ মহামারী বিশ্বকে শিখিয়েছে যে অন্যরা বিপদে পড়লে কেউ নিরাপদ থাকতে পারে না: রাষ্ট্রপতি কোবিন্দ

Posted On: 07 FEB 2021 12:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২১
 
রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ বলেছেন কোভিড-১৯ মহামারী বিশ্বকে শিখিয়েছে যে অন্যরা বিপদে পড়লে কেউ নিরাপদ থাকতে পারে না। কর্ণাটকের বেঙ্গালুরুতে আজ রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ২৩ তম বার্ষিক সমাবর্তনের ভাষণে এ কথা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন এই শতাব্দীর প্রথম বৃহত্তম মহামারী অপ্রত্যাশিত জনস্বাস্থ্য সঙ্কটের জন্য আরও ভালভাবে প্রস্তুত থাকতে শিখিয়েছে। তিনি বলেছেন, কোভিড -১৯ এমন এক ধরণের স্বাস্থ্য-সঙ্কট যা খুব কমই ঘটে, তবে এক শ্রেণির বিজ্ঞানী আমাদের সামনে অনুরূপ সমস্যা  মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ব কোভিড থেকে সঠিক শিক্ষা নিয়েছে। রাষ্ট্রপতি বলেন কোভিড পরবর্তী পর্যায়ে বিশ্বকে জনস্বাস্থ্য বিষয়ে আরও বেশি গুরুত্ব  দিতে হবে।
 
 মেডিকেলে স্নাতক  শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, এই পেশায় প্রবেশ করে তাদের জন্য মানবতার সেবা করার অভূতপূর্ব সুযোগ উন্মুক্ত করে দিয়েছে ।তবে তারা কীভাবে এই সুযোগগুলি আরও ভালভাবে ব্যবহার করবেন তা তাদের উপর নির্ভর করছে।  রাষ্ট্রপতি বলেন পয়লা ফেব্রুয়ারি ঘোষিত সাধারণ  বাজেটে স্বাস্থ্য ও কল্যাণ ক্ষেত্রটি স্বনির্ভর ভারতের ছটি স্তম্ভের মধ্যে অন্যতম  একটি স্তম্ভ  হিসাবে স্বীকৃতি পেয়েছে।  দেশে স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।  রাষ্ট্রপতি জোর দিয়ে জানান জাতীয় সম্পদের কার্যকর ব্যবহার তখনই  সম্ভব হবে যখন সকলের সক্রিয় সহযোগিতা এবং অবদান থাকবে ।
 
 রাষ্ট্রপতি বলেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রোগ প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা- সমস্ত ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে ভারত প্রস্তুত। তাই এখানে সকলের সমান সহযোগিতা ও অংশীদারিত্ব প্রয়োজন। তবেই এটি সম্ভবপর হয়ে উঠবে।দীর্ঘ সময় ধরে রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসেবা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণভূমিকা পালন করে চলেছে বলেও তিনি জানান। 
 
***
 
 
 
CG/SS

(Release ID: 1696032) Visitor Counter : 139