মানবসম্পদবিকাশমন্ত্রক

সমগ্র শিক্ষার আওতায় পরিচালিত আবাসিক বিদ্যালয় / ছাত্রাবাসগুলিকে 'নেতাজী সুভাষ চন্দ্র বসু আবাসিক বিদ্যালয় / ছাত্রাবাস' হিসেবে নামকরণ

Posted On: 05 FEB 2021 3:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২১
 
নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি সম্মান প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক  সমগ্র শিক্ষার আওতায় পরিচালিত আবাসিক বিদ্যালয় / ছাত্রাবাসগুলিকে 'নেতাজী সুভাষ চন্দ্র বসু আবাসিক বিদ্যালয় / ছাত্রাবাস' হিসেবে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। নেতাজী সুভাষ চন্দ্র বসুর বিষয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে তুলতে এবং শিক্ষক, কর্মচারী ও প্রশাসকদের উদ্বুদ্ধ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
সমগ্র শিক্ষার আওতায় শিক্ষা মন্ত্রক দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আবাসিক বিদ্যালয় ও ছাত্রাবাসগুলি পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এর মূল উদ্দেশ্যই হল খুব কম জনবসতিপূর্ণ অঞ্চলে বা উপজাতি অঞ্চলে যেখানে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সমস্যা রয়েছে সেখানকার শিশুদের শিক্ষাদানের বিষয়ে সুযোগ-সুবিধা প্রদান করা। এই আবাসিক বিদ্যালয়গুলির মাধ্যমে দরিদ্র ভূমিহীন পরিবারের শিশুদের শিক্ষাদানের সুবিধা প্রদান করা হয়েছে। এর ফলে একদিকে যেমন শিশু শ্রমিকের সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে, তেমনই সামগ্রিক শিক্ষা প্রদান করাও সম্ভবপর হচ্ছে। এ পর্যন্ত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৮৩টি আবাসিক বিদ্যালয় এবং ৬৮০টি ছাত্রাবাসের সুবিধা চালু করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে আবাসিক বিদ্যালয় রয়েছে ১২টি এবং ছাত্রাবাস রয়েছে ১৯টি।  
 
***
 
 
 
CG/SS/DM


(Release ID: 1695546) Visitor Counter : 195