নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে ভারত-বাহরিন যৌথ কর্মীগোষ্ঠীর প্রথম বৈঠক

Posted On: 05 FEB 2021 8:53AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২১
 
পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে ভারত ও বাহরিনের মধ্যে যৌথ কর্মীগোষ্ঠীর প্রথম বৈঠক বৃহস্পতিবার ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাহরিনের প্রতিনিধিত্ব করেন সে দেশের সুস্থায়ী শক্তি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ডঃ আব্দুল হুসেন বিন আলি মির্জা। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী দীনেশ দয়ানন্দ জগদলে। বৈঠকে বাহরিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী পীযূষ শ্রীবাস্তব যোগ দেন। 
 
পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসারে ২০১৮-র জুলাইতে ভারত ও বাহরিনের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে গতকালের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। উভয় পক্ষই বৈঠকে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রের গুরুত্বের ওপর জোর দেয়। পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাগুলির পাশাপাশি সম্ভাব্য সুযোগ কাজে লাগানোর ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এই প্রেক্ষিতে ভারত ও বাহরিন বেসরকারি সংস্থা সহ পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে। এছাড়াও, সৌরশক্তি, বায়ুশক্তি ও দূষণমুক্ত হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। স্থির হয়েছে, যৌথ কর্মগোষ্ঠীর পরবর্তী বৈঠকের দিনক্ষণ উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।
 
***
 
 
 
CG/BD/DM


(Release ID: 1695502) Visitor Counter : 230