কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, এবারের বাজেটে প্রধানমন্ত্রীর “ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসন” – এর দৃষ্টিভঙ্গী প্রতিফলিত হয়েছে

Posted On: 05 FEB 2021 10:35AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২১
 
উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, ২০২১-২২ এর সাধারণ বাজেটে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর “ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসন” – এর দৃষ্টিভঙ্গী প্রতিফলিত হয়েছে। তিনি আজ সংবাদ মাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় জানান, বাজেটের ৬টি স্তম্ভের মধ্যে অন্যতম হ’ল ‘ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসন’। বিগত কয়েক বছরে ন্যায় বিচার ব্যবস্থায় একাধিক সংস্কার-সাধন করা হয়েছে। তিনি বলেন, সহজে ব্যবসা পরিচালন ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এমনকি, এবারের বাজেটে বেসরকারি বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা সমাধানে সুযোগ-সুবিধা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে।
 
কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর এবং  প্রশাসনিক সংস্কার ও গণঅভিযোগ দপ্তরের বিগত ৬-৭ বছরের উল্লেখযোগ্য সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রী সিং জানান, দেশে সরকার পরিচালন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যেক সরকারি কর্মচারীর দক্ষতা উন্নয়নে ‘মিশন কর্মযোগী’র মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমনকি, আর্থ-সামাজিক নির্বিশেষে প্রত্যেক চাকরি প্রার্থী চাকরি প্রদানের ক্ষেত্রে সাধারণ যোগ্যতা পরীক্ষা (সিইটি) পরিচালনের জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি (এনআরএ) গঠন করা হয়েছে বলেও তিনি জানান। 
 
***
 
 
 
CG/SS/SB


(Release ID: 1695501) Visitor Counter : 174