মানবসম্পদবিকাশমন্ত্রক

প্রথম আসিয়ান-ইন্ডিয়া হ্যাকাথন ২০২১ সমাপ্ত

Posted On: 05 FEB 2021 11:32AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২১
 
প্রথম আসিয়ান-ইন্ডিয়া হ্যাকাথন ২০২১ – এর অনুষ্ঠান শেষ হয়েছে। এই সমাপ্তি অনুষ্ঠান আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী ও অতিথিবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ এবং বিদেশ মন্ত্রী শ্রী এস জয়শঙ্কর। ভারত ছাড়াও ১০টি আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ থেকে ৩০০ জনেরও বেশি ছাত্রছাত্রী, মেন্টর্স এবং আধিকারিকরা এই অনুষ্ঠানে যোগ দেন। 
 
সফলভাবে প্রথম আসিয়ান-ইন্ডিয়া হ্যাকাথন সফলভাবে শেষ হওয়ার জন্য সকলকে অভিনন্দন জানান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। তিনি এ ধরনের উদ্যোগে অংশ নেওয়ার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, গত তিন দিন ধরে ৫৪টি দল ১১টি বিষয়ে সমস্যার সমাধানে নিরলস প্রয়াস চালিয়ে গেছে। আসিয়ান-ইন্ডিয়া হ্যাকাথনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ওপর কর্ম  পরিকল্পনা গ্রহণের বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এবারের বাজেটে 'প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ', এসপিএআরসি, এসটিআরআইডিই, ইমপ্রিন্ট এবং অন্যান্য গবেষণা প্রকল্পের মাধ্যমে গবেষণা ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। শ্রী পোখরিয়াল বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি ক্ষেত্রকে আরও জোরদার করে তুলতে ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়েছে। আত্মনির্ভর ভারত গঠনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ-সুবিধা করে দিতে এই হ্যাকাথনে বিশেষ জোর দেওয়া হয়েছে। 
 
বিদেশ মন্ত্রী শ্রী এস জয়শঙ্কর বলেন, আসিয়ান-ইন্ডিয়া হ্যাকাথন দেশের তরুণ সম্প্রদায়ের এক অনন্য প্ল্যাটফর্ম প্রদান করেছে। এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দেশের তরুণরা নিজেদের চিন্তাভাবনা তুলে ধরতে পারবে। অনুষ্ঠানে সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক অনীল সহস্রবুদ্ধে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে হ্যাকাথনে বিজেতাদের পুরস্কার প্রদান করা হয়। 
 
***
 
 
 
CG/SS/SB


(Release ID: 1695493) Visitor Counter : 165