কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

ডিএআরপিজি’র ২০২১-২২ এর বার্ষিক কর্মপরিকল্পনা

Posted On: 04 FEB 2021 12:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২১
 
প্রশাসনিক সংস্কার ও গণঅভিযোগ (ডিএআরপিজি) – এর ২০২১-২২ অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। কর্মপরিকল্পনার আওতায়  ১৫ কোটি এবং কর্মপরিকল্পনা বহির্ভূত হিসাবে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
 
এই বাজেটে ২০২১-২২ অর্থবর্ষে ডিএআরপিজি'তে যে কাজগুলি করা হবে, সেগুলি হ’ল – 
 
১) ২০২১ সালের ২১শে এপ্রিল সিভিল সার্ভিস ডে উদযাপিত হবে।
 
২) ২০২১ সালের ৩১শে অক্টোবর ‘প্রশাসনিক পরিচালন ২০২১’ – এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশাসন পরিচালন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুরস্কার প্রদান করবেন।
 
৩) জাতীয় ই-গর্ভন্যান্স সম্মেলনের পাশাপাশি, জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার পৃথক পৃথক দিনে ঘোষণা করা হবে। 
 
৪) জ্ঞানের বিষয়ে প্রচার এবং সেরা প্রশাসনিক অনুশীলনের জন্য ডিএআরপিজি ৪টি আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে। 
 
৫) রাজ্যগুলিকে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বিশেষ উৎসাহ প্রদানের পাশাপাশি সাহায্য প্রদান করা হবে।
 
৬) কেন্দ্রীয় মন্ত্রক এবং সংশ্লিষ্ট দপ্তর অথবা সহকারী অথবা স্বশাসিত কার্যালয়ে ই-অফিস বিষয়ে উৎসাহ প্রদান করা হবে।
 
৭) সরকারি কার্যালয়ের আধুনিকীকরণ করা হবে।
 
৮) কেন্দ্রীয় মন্ত্রক/রাজ্য সরকারি কার্যালয়গুলিতে সেন্ট্রালাইজড্‌ পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম (সিপিজিআরএএমএস) – এর সংস্কার করা হবে। 
 
***
 
 
 
 
CG/SS/SB


(Release ID: 1695107) Visitor Counter : 114