শিল্পওবাণিজ্যমন্ত্রক
ফুল চাষ, বীজ ও খাদ্যশস্যের জন্য এপিইডিএ-র প্রথম পণ্য সংক্রান্ত কমিটির বৈঠক
Posted On:
03 FEB 2021 3:32PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩ ফেব্রুয়ারি, ২০২১
কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২০-২১ অর্থবর্ষের প্রথম তিনটি ত্রৈমাসিকেই খাদ্যশস্য রপ্তানী যথেষ্ট পরিমাণে হয়েছে। আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসেবে যা নিঃসন্দেহে বড় সাফল্য। এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে গত বছরের তুলনায় ২০২০-২১ অর্থবর্ষে রপ্তানীর পরিমাণ ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৯,৮৩২ কোটি টাকা হয়েছে।
বাসমতি চালের রপ্তানী ৫.৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২,০৩৮ কোটি হয়েছে। বাসমতি নয় এ ধরণের চালের ক্ষেত্রে ১২২.৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে রপ্তানী ২২,৮৫৬ কোটি টাকায় পৌঁছেছে। গম রপ্তানীর ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ ছিল ৪৫৬ শতাংশ। এই সময়কালে ১ হাজার ৮৭০ কোটি টাকার গম রপ্তানী হয়েছে। জোয়ার ও বাজরার ক্ষেত্রে ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে এই পরিমাণ হয়েছে ৩ হাজার ৬৭ কোটি টাকা। এপিইডিএ-র আওতায় খাদ্যশস্যের রপ্তানীর পরিমাণ মোট রপ্তানীর ৪৮.৬১ শতাংশ। দেশজুড়ে খাদ্যশস্য সার্বিকভাবে ভালোই রপ্তানী হয়েছে।
ফুল চাষ, বীজ ও খাদ্যশস্যের ওপর প্রথম পণ্য সংক্রান্ত কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। এপিইডিএ-র চেয়ারম্যান ডঃ এম অঙ্গমুথুর পৌরহিত্যে এই বৈঠকে সংস্থার সদস্যরা এবং উচ্চপদস্থ আধিকারিকরা যোগ দেন।
খাদ্যশস্য, ফুল চাষ এবং বীজ౼ বিশেষ করে বাসমতি নয় এমন চাল, বাজরা ও পুষ্টিকর খাদ্যশস্যের রপ্তানীতে উৎসাহ দেওয়ার বিষয়ে কমিটি বিস্তারিত আলোচনা করেছে। বাসমতি চাল এবং বাসমতি নয় এ ধরণের অন্য চালের ক্ষেত্রে, জোয়ার, বাজরা সহ বীজ এবং অন্যান্য সামগ্রীর রপ্তানী বাড়াতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ২০২১ থেকে ২০২৬ এই সময়কালে সংশ্লিষ্ট সব স্টেক হোন্ডারদের সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নানা পরিকল্পনা করা হয়েছে।
***
CG/CB /NS
(Release ID: 1694872)
Visitor Counter : 142