পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

দেশে গৃহস্থলীর রান্নার গ্যাসের গ্রাহক সংখ্যা ২৮.৯ কোটি

Posted On: 03 FEB 2021 2:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি, ২০২১

 

দেশে ২০২১ – এর পয়লা জানুয়ারি পর্যন্ত গৃহস্থলীর রান্নার গ্যাসের গ্রাহক সংখ্যা ২৮ কোটি ৯০ লক্ষ। রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহারকারী গ্রাহকের পাশাপাশি, ৭০ লক্ষ ৭৫ হাজার গ্রাহক পাইপ বাহিত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেন। বর্তমানে জাতীয় স্তরে রান্নার গ্যাসের গ্রাহক পরিধি ৯৯.৫ শতাংশ। মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত পয়লা জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস ব্যবহারের পরিধি ৯৯.৫ শতাংশ।

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।

***

 

CG/BD/SB


(Release ID: 1694831) Visitor Counter : 147