অর্থমন্ত্রক

‘ছোট সংস্থাগুলি’র সংজ্ঞা সংশোধন

Posted On: 01 FEB 2021 1:39PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারি, ২০২১

          কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন আজ সংসদে ২০২১-২২ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করার সময় স্টার্টআপ ইকো সিস্টেমকে শক্তিশালী করে তোলার জন্য ছোট সংস্থাগুলি এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলির সংস্কার সাধনের প্রস্তাব দিয়েছেন।

      তিনি ২০১৩ সালের কোম্পানী আইনের আওতায় ছোট সংস্থাগুলির সংজ্ঞা সংশোধনের প্রস্তাব দিয়েছেন। এতে ২ লক্ষেরও বেশি সংস্থা উপকৃত হবে এবং তাদের চাহিদা পূরণ করা সহজ হবে। স্টার্ট আপ সংস্থা, উদ্ভাবকদের জন্য ‘এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানী’র আওতায় আইন আরও সহজ করে তোলার প্রস্তাবও দিয়েছেন তিনি। ঋণ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য এনসিএলটি পরিকাঠামো আরও শক্তিশালী করে তোলা হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। ২০২০-২১ অর্থবর্ষে সরকার তথ্য বিশ্লেষণ, কৃত্রিম মেধা, মেশিন লার্নিং বিষয়ে তৃতীয় পর্যায়ে ‘এমসিএ ২১’-এর সূচনা করবে বলে শ্রীমতি সীতারমন জানান। এই ব্যবস্থাপনা ই-সুরক্ষা, ই-সিদ্ধান্ত, ই-পরামর্শ ক্ষেত্রে বিশেষ সাহায্য প্রদান করবে।

***

 

CG/ SS/NS



(Release ID: 1694083) Visitor Counter : 175