প্রতিরক্ষামন্ত্রক

লেফটেন্যান্ট জেনারেল সিপি মহান্তি সেনাবাহিনীর উপ প্রধান হিসেবে দায়িত্ব নিলেন

प्रविष्टि तिथि: 01 FEB 2021 12:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২১
 
লেফটেন্যান্ট জেনারেল চন্ডী প্রসাদ মহান্তি, পিভিএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম, সেনাবাহিনীর উপ প্রধান হিসেবে আজ কার্যভার গ্রহণ করেছেন।
 
দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ, ন্যাশনাল ডিফেন্স একাডেমী খড়কওয়াসলা এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি প্রাক্তন ছাত্র লেফটেন্যান্ট জেনারেল সিপি মহান্তি ১৯৮২ সালের ১২ জুন রাজপুত রেজিমেন্ট থেকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন।
 
লেফটেন্যান্ট জেনারেল সিপি মহান্তি ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন উপ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনির স্থলাভিষিক্ত হলেন।
 
***
 
 
 
CG/SB

(रिलीज़ आईडी: 1693983) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Tamil