মানবসম্পদবিকাশমন্ত্রক

আসিয়ান ইন্ডিয়া হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর ভাষণ

Posted On: 01 FEB 2021 11:36AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২১

 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ আসিয়ান ইন্ডিয়া হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ ভাষণ দিয়েছেন। 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বলেন, ভারত এবং আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা মন্ত্রক আসিয়ান ইন্ডিয়া হ্যাকাথন শুরু করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে  সিঙ্গাপুর ইন্ডিয়া হ্যাকাথনে যোগ দিয়ে আসিয়ান দেশগুলির সঙ্গে হ্যাকাথন আয়োজন করার বিষয়ে ইচ্ছা প্রকাশের কথা স্মরণ করিয়ে দেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। তিনি বলেন, এই হ্যাকাথন ভারত ও আসিয়ান দেশগুলিকে ‘ব্লু ইকনোমি’ এবং ‘শিক্ষা’ এই দুটি বিস্তৃত বিষয়ে ভাবনার অধীনে একাধিক সাধারণ সমস্যা সমাধান করার জন্য অনন্য সুযোগ প্রদান করবে এবং এর ফলে  সহযোগিতার মাধ্যমে আসিয়ান দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুযোগ প্রদান করবে। 

শ্রী পোখরিয়াল জানান, ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে বিশ্বাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ভারত আসিয়ান গোষ্ঠীভুক্ত অঞ্চলের মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তাই, এই গোষ্ঠীভুক্ত দেশগুলিকে নেতৃত্ব দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব। এই প্রসঙ্গে তিনি আসিয়ান দেশগুলিতে কোভিড টিকা সরবরাহের প্রসঙ্গ তুলে ধরেন। আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি থেকে আগত ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের বিশেষ ব্যবস্থা করেছে আইআইটি দিল্লি এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের মতো দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। 

জাতীয় শিক্ষা নীতি ২০২০ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ৩৪ বছর পর এই নতুন শিক্ষা নীতি পরিবর্তন করা হয়েছে, যা শুধুমাত্র ভারতই নয়, গোটা বিশ্বের কাছে শিক্ষা ক্ষেত্রে একাধিক সুযোগ-সুবিধা প্রদান করবে। শ্রী পোখরিয়ান ভারতের ‘বসুধৈব কুটুম্বকম্’ – এর দর্শনের কথা তুলে ধরেন।  

পয়লা থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই আসিয়ান ইন্ডিয়া হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। আগামী ৪ঠা ফেব্রুয়ারি এই হ্যাকাথন বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। আসিয়ান গোষ্ঠীভুক্ত ১০টি দেশ এই হ্যাকাথনে যোগ দিয়েছে।

বিস্তারিত জানার জন্য https://india-asean.mic.gov.in/ এই লিঙ্কে ক্লিক করুন।

***

 

 

CG/SS/SB



(Release ID: 1693922) Visitor Counter : 259