আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
ভারতরত্ন পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ
Posted On:
27 JAN 2021 5:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭শে জানুয়ারী, ২০২১
নতুন দিল্লির পণ্ডিত পন্থ মার্গের ভারতরত্ন পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থের মূর্তিতে আজ মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ভারতের স্বাধীনতা সংগ্রামের পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারতরত্ন শ্রী পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থের জীবনযাত্রা এবং দর্শন প্রতিনিয়ত দেশবাসীকে উদ্বুদ্ধ করে, যা সমাজ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ সাহায্য করে চলেছে। শ্রী পুরী জানান, ভারতরত্ন শ্রী পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থের মূর্তিটি চার্চ রোড, লোকসভা মার্গ এবং পণ্ডিত পন্থ মার্গ মোড় ঘুরে নতুন জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। এই মহান দেশনায়কের প্রতি সম্মান জানাতে স্থানটিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। এদিন, এই মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দ বল্লভ পন্থ স্মারক সোসাইটির চেয়ারপার্সন শ্রীমতী ইলা পন্থ, সংস্থার উপদেষ্টা শ্রীমতী কুলসুম নূর সাইফুল্লাহ, সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শ্রী পুরী জানান, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এমন এক “নতুন ভারত” –এর পরিকল্পনা করেছেন, যেখানে দেশের সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করে তোলা সম্ভবপর হচ্ছে । দেশের স্বাধীনতা সংগ্রামীদের যথাযথ সম্মান প্রদান, ঐতিহ্যশালী ইতিহাস, স্থাপত্য – বৈচিত্র এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
পূর্বে ভারতরত্ন শ্রী গোবিন্দ বল্লভ পন্থের মূর্তিটি রাইসিনা রোড এবং রেডক্রস রোডের সংযোগ স্থলে রাইসিনা রোড সার্কেলের কাছে ছিল। নতুন সংসদ ভবন নির্মাণ নক্সার মধ্যে এই মূর্তিটি পড়ে এবং এটি স্থানান্তরিত করার প্রয়োজন হয়। সেকারণে পণ্ডিত ভারতরত্ন শ্রী গোবিন্দ বল্লভ পন্থের মূর্তিটি নতুন জায়গায় স্থাপন করা হয়েছে এবং স্থানটিকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে।
১৯৬৬ সালে রাষ্ট্রপতি ড. এস রাধাকৃষ্ণণ, নতুন দিল্লিতের পণ্ডিত পন্থের মূর্তিটি স্থাপন করেন। গোবিন্দ বল্লভ পন্থ স্মারক সোসাইটি গঠন করে দেশজুড়ে একাধিক স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরের পর বছর এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বর্তমানে পণ্ডিত পন্থের পুত্রবধূ তথা দ্বাদশ লোকসভার প্রাক্তন সাংসদ সদস্য শ্রীমতী ইলা পন্থ এই সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
ভারতরত্ন পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ, ১৯৪৬ থেকে ১৯৫৪ পর্যন্ত উত্তর প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং ১৯৫৫ থেকে ১৯৬১ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনপরিষেবা ক্ষেত্রে অসামান্য কাজের জন্য ১৯৫৭ সালে তাঁকে সর্বোচ্চ অসামরিক পুরষ্কার ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তিনি রাজ্যসভার দলনেতা হিসেবেও কাজ করেছেন। পণ্ডিত পন্থের জন্ম উত্তরাখন্ডের আলমোরায়। এলাহাবাদ বিশ্ববিদ্যালেয়ের মুড়ি কলেজ থেকে বিএ (এলএলবি) হিসেবে স্নাতক ডিগ্রী অর্জন করেন। জমিদারী ব্যবস্থা অবসান, বনাঞ্চল রক্ষা, নারীর অধিকার, প্রান্তিক মানুষের জীবন জীবিকা রক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি কাজ করেছেন। দেশের মানুষের গণতান্ত্রিক ক্ষমতায়নে তিনি আজীবন কাজ করে গেছেন।
***
CG/SS/SFS
(Release ID: 1692809)
Visitor Counter : 156