বস্ত্রমন্ত্রক

শ্রী ইউ পি সিং বস্ত্র মন্ত্রকের সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন

Posted On: 27 JAN 2021 5:23PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৭শে জানুয়ারি, ২০২১

 

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সচিব হিসেবে ১৯৮৫ সালের ওডিশা ক্যাডারের আইএএস আধিকারিক শ্রী ইউ পি সিং দায়িত্ব গ্রহণ করেছেন।  এর আগে ২০১৭ সালের পয়লা ডিসেম্বর থেকে তিনি জলশক্তি মন্ত্রকের জল সম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের সচিবের পদে  ছিলেন। শ্রী সিং কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ  পদের দায়িত্ব পালন করেছেন।

***

 

 

CG/CB


(Release ID: 1692767) Visitor Counter : 151