উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

উপরাষ্ট্রপতি হায়দ্রাবাদের ডক্টর এপিজে আবদুল কালাম মিসাইল কমপ্লেক্সের দুটি নতুন ব্যবস্থার সূচনা করলেন

Posted On: 25 JAN 2021 12:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ জানুয়ারি, ২০২১
 
ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সামরিক গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডি আর ডি ও-র বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারত দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র তৈরি পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন কেবল দেশের জন্য গুরুত্বপূর্ণ বা কৌশলগত কারণ নয়, জাতীয় গর্বের ক্ষেত্রে অতি প্রয়োজনীয়।
 
আজ হায়দ্রাবাদে ডক্টর এপিজে আবদুল কালাম মিসাইল কমপ্লেক্সের দুটি নতুন ব্যবস্থার উদ্বোধন করে উপরাষ্ট্রপতি বলেন, ডিআরডিও-র বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা তাঁদের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে ভারতকে এতটাই স্বাবলম্বী করে তুলবেন যে, আত্মনির্ভর ভারতের অবস্থান এমন হবে যে সারা বিশ্ব ভারতের ওপর নির্ভরশীল হয়ে উঠবে।
 
উপরাষ্ট্রপতি এদিন মিসাইল কমপ্লেক্স ল্যাবরটরিটিও পরিদর্শন করেন।
 
উপরাষ্ট্রপতি বলেন, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের আমদানির জন্য বরাদ্দের তালিকায় নেতিবাচক অবস্থানে রাখা হয়েছে।এর অর্থ হলো ভারত এখন এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় স্বাবলম্বী হয়ে উঠতে চলেছে। কাজেই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য এরকম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমদানির দরকার নেই।
 
***
 
 
 
 
CG/ SB


(Release ID: 1692214) Visitor Counter : 117