অর্থমন্ত্রক
অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত ও সহজভাবে সব তথ্য দিতে 'কেন্দ্রীয় বাজেট মোবাইল অ্যাপ' চালু করেছেন
Posted On:
23 JAN 2021 4:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ তৈরির প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ের স্বীকৃতি হিসেবে হালওয়া অনুষ্ঠানটি আজ বিকেলে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামনের উপস্থিতিতে নর্থ ব্লকে অনুষ্ঠিত হয়। বাজেট প্রস্তুতির 'লক- ইন' প্রক্রিয়া শুরুর আগে প্রতিবছর একটি প্রথাগত হালওয়া অনুষ্ঠান হয়।
এক অভূতপূর্ব উদ্যোগে কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ এই প্রথম কাগজবিহীন ভাবে উত্থাপন করা হবে। কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে।
আজকের এই অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 'কেন্দ্রীয় বাজেট মোবাইল অ্যাপে'-এর উদ্বোধন করেন। এই মোবাইল অ্যাপের মাধ্যমে সংবিধান দ্বারা নির্ধারিত বার্ষিক আর্থিক বিবৃতি, অনুদানের চাহিদা, অর্থবিল প্রভৃতি সহ ১৪ টি কেন্দ্রীয় বাজেটের নথিগুলি সহজভাবে পাওয়া যাবে।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করার পর বাজেটের নথিগুলি এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
***
CG/SB
(Release ID: 1691716)
Visitor Counter : 275