খনিমন্ত্রক

রাজস্থানে পটাশ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে এমইসিএল, আরএসএমএমএল এবং ডিএমজি-র মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

Posted On: 22 JAN 2021 11:24AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২১

 

রাজস্থানে পটাশের উৎপাদন সম্ভাবনার বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য খনিজ অনুসন্ধান নিগম লিমিটেড (এমইসিএল), রাজস্থান রাজ্য খনি ও খনিজ পদার্থ লিমিটেড (আরএসএমএমএল) এবং রাজস্থান সরকারের খনি তথা ভূবিদ্যা দপ্তরের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ত্রিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষর উপলক্ষে ভার্চ্যুয়াল পদ্ধতিতে কেন্দ্রীয় খনি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গেহলট যোগ দেন। 

ত্রিপাক্ষিক এই সমঝোতাপত্র স্বাক্ষর প্রসঙ্গে শ্রী যোশী বলেছেন, রাজস্থানের সমৃদ্ধ খনিজ ভান্ডারগুলি সদ্ব্যবহার করে ভূতলে যে সল্ট বা লবণ সঞ্চিত হয়ে রয়েছে, তা ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য এই উদ্যোগ বড় ভূমিকা নেবে। এর ফলে, রাজস্থানের অর্থ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং এই রাজ্যটি দেশের প্রথম পটাশ সমৃদ্ধ সঞ্চয় ভান্ডার হয়ে উঠবে। 

উল্লেখ করা যেতে পারে, রাজস্থানের উত্তর-পশ্চিমে নাগুর-গঙ্গানগর অববাহিকার ৫০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিপুল পরিমাণে পটাশ ও হ্যালাইটের সমৃদ্ধ ভান্ডার রয়েছে। জিএসআই এবং এমইসিএল যথাক্রমে ২৪৭৬.৫৮ মিলিয়ন টন এবং ২১১৯৯.৩৮ মিলিয়ন টন পটাশ ও হ্যালাইট উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। ভূতলে সঞ্চিত লবণ থেকে যে পটাশ ও সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, তা সার ও রসায়ন শিল্পে অধিক ব্যবহৃত হয়।

***

 

 

CG/BD/SB



(Release ID: 1691242) Visitor Counter : 162