সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

আইআইটি রুড়কিতে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের প্রফেশনাল চেয়ার পদটি বজায় রাখতে মউ স্বাক্ষর

Posted On: 22 JAN 2021 11:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২১

 

আইআইটি রুড়কীতে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের যে প্রফেশনাল চেয়ার পদটি রয়েছে, তা বজায় রাখতে আইআইটি রুড়কি ও মন্ত্রকের মধ্যে আজ এখানে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়েছে। মহাসড়ক পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়নে গবেষণা, শিক্ষণ এবং প্রশিক্ষণমূলক কাজকর্ম পরিচালনায় অগ্রাধিকার দিতেই বিশেষ এই পদটি তৈরি করা হয়েছে। সমঝোতাপত্রে স্বাক্ষর করেন সড়ক উন্নয়ন ও মন্ত্রকের বিশেষ সচিব শ্রী ইন্দ্রেশ কুমার পান্ডে এবং আইআইটি রুড়কির উপ-মহানির্দেশিক তথা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মনরঞ্জন পারিদা। 

আইআইটি রুড়কির সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রকের এই সহযোগিতা সড়ক ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নমূলক কাজকর্মগুলিকে আরও জোরদার করবে। সেই সঙ্গে, মহাসড়ক পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়নে যৌথভাবে গবেষণাধর্মী কাজকর্ম পরিচালনা ও প্রশিক্ষণের বিষয়ে এই পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ করা যেতে পারে, আইআইটি রুড়কি দেশের অগ্রণী একটি প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার উচ্চতর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্থাপনার সময় থেকেই কারিগরি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

এই মউ স্বাক্ষর প্রসঙ্গে মন্ত্রকের সচিব শ্রী গিরিধর আর্মানে বলেছেন, অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে গবেষণা ক্ষেত্রে গুণমান বাড়াতে সরকার যাবতীয় সাহায্য করবে। এই মউ সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্বের একটি উল্লেখযোগ্য মাপকাঠি হয়ে উঠবে। এর ফলে, আইআইটি রুড়কি এবং মন্ত্রকের প্রযুক্তি বিষয়ক আধিকারিকদের মধ্যে সমন্বয়ের আরও সুযোগ তৈরি হবে। পক্ষান্তরে, পারস্পরিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এই মউ স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি বলেছেন, এ ধরনের উদ্যোগ সড়ক, সেতু, সুড়ঙ্গ নির্মাণ প্রকল্পগুলি বাব দ খরচ কমাতে সাহায্য করবে এবং দেশীয় প্রযুক্তির প্রয়োগ বাড়াবে। তিনি বলেন, গবেষণা প্রতিষ্ঠান ও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে আরও বেশি কাজে লাগানোর ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

***

 

CG/BD/SB



(Release ID: 1691240) Visitor Counter : 110