ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)এর ৫৭তম প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের ভাষণ

प्रविष्टि तिथि: 15 JAN 2021 1:57PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫ জানুয়ারি, ২০২১

    ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)এর ৫৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি) কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন, রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল মহীশূর-এ এফসিআই-এর নতুন আঞ্চলিক ভবনের উদ্বোধন করেন। 

    অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)এর আধিকারিক, কর্মচারীরা দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। কোভিড-১৯ মহামারীর সময় দেশের প্রায় ৮০ কোটি মানুষের কাছে  খাদ্য সরবরাহ ক্ষেত্রে এফসিআই-এর অবদান প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এফসিআই সর্বদাই বেশি পরিমাণে ধান ও গম সংগ্রহ করে। মন্ত্রী বলেন, এই সংগঠনটি কেবলমাত্র একটি সরকারি প্রতিষ্ঠানই নয় দেশ, বিশেষ করে কৃষকদের সেবায় নিয়োজিত এক অনন্য প্রতিষ্ঠান। 

    শ্রী পীযূষ গোয়েল বলেন, এফসিআই ১৪০ লক্ষ মেট্রিক টন ধান এবং ৩৯০ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করেছে। কেভিড-১৯ মহামারীর সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় প্রায় ৩০৫ লক্ষ মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। লকডাউনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যেক ব্যক্তির কাছে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সংস্থা উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছে। 

    এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কিভাবে এফসিআই ফসল ক্রয় কেন্দ্রের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি করার মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল ও পণ্য সামগ্রী বিক্রির ক্ষেত্রে সহায়তা দান করেছে। আগে কৃষকদের দূরের ফসল মান্ডিতে গিয়ে ফসল বিক্রি করতে হত। এতে দীর্ঘ দূরত্ব ও সময় ব্যয় হত। কিন্তু ফসল ক্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা লাভবান হয়েছেন এবং খরচ ও সময় দুই-ই বেঁচেছে।

    কেন্দ্রীয় মন্ত্রী ফসল ক্রয়ের ক্ষেত্রে এফসিআই-এর ভূমিকার কথা তুলে ধরে জানান কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের মাধ্যমে তাদের আরও বেশি সক্ষম করে তোলা হয়েছে। আগামী দিনগুলিতেও এফসিআই কৃষকদের সেবায় এই ভাবে  কাজ চালিয়ে যাবে বলে মত ব্যক্ত করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কৃষকদের সাহার্য্যার্থে এফসিআই-এর মাধ্যমে ফসল কেনার প্রক্রিয়া আরও বেশি সহজ ও সুবিধাজনক করে তোলা হচ্ছে। শ্রী গোয়েল জানান, ২০২০-২১ রবি বিপণন মরশুমে গম কেনার মাধ্যমে ৪০-৪৫ লক্ষ কৃষক লাভবান হয়েছে।

    স্বচ্ছতা আনার ক্ষেত্রে এফসিআই বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে  বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। কৃষক এবং দেশের ক্রেতাদের মধ্যে সেতু বন্ধনের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নতুন ভারতের স্বপ্ন পূরণের কথা উল্লেখ করে এদিন কেন্দ্রীয় মন্ত্রী নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এফসিআই-এর আধুনীকীকরণে বিশেষ জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন প্রযুক্তিকে সংযুক্ত করার প্রয়াস চলানো হচ্ছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং আয় বৃদ্ধি পাবে বলেও অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী। 

***

 

 

CG/SS/NS


(रिलीज़ आईडी: 1688864) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Tamil , Malayalam