প্রধানমন্ত্রীরদপ্তর

মকর সংক্রান্তি উপলক্ষে সকলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 14 JAN 2021 9:40AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২১



প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।


এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “দেশবাসীকে মকর সংক্রান্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি প্রার্থনা করছি, উত্তরায়নে সূর্যদেব সকলের জীবনে নতুন শক্তি ও উৎসাহ সঞ্চর করুন।


মকর সংক্রান্তি ভারতের বিভিন্ন অংশে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। ভারতের বৈচিত্র্য এবং আমাদের প্রাণবন্ত রীতি-নীতির প্রকাশ এই পবিত্র উৎসব। প্রকৃতি মা-কে সম্মান জানানোর গুরুত্ব এই উৎসবের মাধ্যমে আরও একবার নিশ্চিত হয়”।

***

 



CG/CB/SB


(Release ID: 1688513) Visitor Counter : 175