অর্থমন্ত্রক

জিএসটি ক্ষতিপূরণের ঘাটতি মেটাতে ১১তম কিস্তিতে রাজ্যগুলিকে ৬ হাজার কোটি টাকা ঋণ প্রদান

प्रविष्टि तिथि: 11 JAN 2021 5:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ জানুয়ারি, ২০২১

অর্থমন্ত্রক জিএসটি ক্ষতিপূরণের ঘাটতি মেটাতে ১১তম কিস্তিতে রাজ্যগুলিকে ৬ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। এরমধ্যে, ২৩ টি রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ৫,৫১৬.৬০ কোটি টাকা। এছাড়া তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৮৩.৪০ কোটি টাকা।

বাকি পাঁচটি রাজ্য অরুণাচল প্রদেশ, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমে জিএসটি বাস্তবায়নের কারণে রাজস্বের কোনো ঘাটতি নেই। বর্তমানে জিএসটি ঘাটতি পূরণের অর্থ হিসেবে ৬০ শতাংশ বরাদ্দ করা হয়েছে।

জিএসটি বাস্তবায়নের কারণে রাজস্ব খাতে ১.১০ লক্ষ কোটি টাকার ঘাটতি পূরণে ভারত সরকার ২০২০ সালের অক্টোবরে ভারত সরকার একটি বিশেষ ঋণগ্রহণ উইন্ডো স্থাপন করেছে।

এই ঋণ গ্রহণ কর্মসূচি ১১ তম পর্বে এসে পৌঁছেছে।

এই কর্মসূচির অংশ হিসেবে সরকার ২৮ টি রাজ্যকে অতিরিক্ত ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ ৫.১০৫ শতাংশ করা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার ৪.৭২৭১ শতাংশ হারে বিশেষ ঋণ উইন্ডোর মাধ্যমে ইতিমধ্যেই ৬৬ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে।

রাজ্য ভিত্তিক অতিরিক্ত ০.৫০ শতাংশ ঋণ নেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্দেশটি  ২০২১ এর ১১ জানুয়ারি জারি করা হয়েছে।

***

 

 

CG/SB


(रिलीज़ आईडी: 1687932) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Tamil