কৃষিমন্ত্রক

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সরকার ও কৃষক সংগঠনগুলির মধ্যে অষ্টম দফার আলোচনা

Posted On: 08 JAN 2021 7:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ জানুয়ারি, ২০২১
 
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্প এবং  উপভোক্তা  বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী শ্রী সোম প্রকাশ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৪১টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে আবারও কৃষক  সংগঠনগুলিকে কৃষি আইনে প্রস্তাবিত সংশোধনের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক আলোচনার জন্য আবেদন জানানো হয় ।
 
 শ্রী তোমর বলেন, সারাদেশে কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে কৃষি আইন তৈরি করা হয়েছে।তিনি আরো  জানান সরকার কৃষকদের নিয়ে যথেষ্টই চিন্তিত এবং আন্দোলনের সমাপ্তি চায় ,কিন্তু কোন সমাধানসূত্র  না মেলায় উদ্ভুত সমস্যা সমাধান করা যায় নি। 
 
 কৃষিমন্ত্রী বলেন কৃষক সংগঠনগুলি আন্দোলনকে যে ভাবে শৃঙ্খলাবদ্ধ রেখেছে,তা প্রশংসনীয়। তিনি বলেন সরকার মুক্ত মনে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। যদি আলোচনা চালানো যায়, তাহলে যুক্তিযুক্ত উপায়ে সম্ভাব্য সমাধান পাওয়া যাবে বলে তিনি জানান।
 
কৃষক সংগঠন গুলি  আইন বাতিলের জন্য অনুরোধ জানালেও সরকার আবারও এই আইন  সংশোধন করার পরামর্শ দিয়েছে। দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনও সমাধানসূত্র না মেলায়, আগামী ১৫ জানুয়ারি ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 
***
 
 
 
CG/SS

(Release ID: 1687237) Visitor Counter : 188