বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

নিক্সি ভারতের স্হানীয় ভাষায় বিনামূল্যে ডোমেইন দেওয়ার ব্যবস্থা করেছে

प्रविष्टि तिथि: 08 JAN 2021 2:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ জানুয়ারি, ২০২১

ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, নিক্সি ঘোষণা করেছে যে, দেশের ২২ টি স্বীকৃত ভারতীয় ভাষার ক্ষেত্রে বিনামূল্যে তাদের ডোমেইন আইডিএন প্রদান করবে। আবেদনকারীরা স্থানীয় ভাষায় বিনা খরচে একটি ইমেইলও নিতে পারবেন। এই অফারটি ভারতের আইডিএন ডোমেইন গ্রহণ এবং স্থানীয় ভাষায় তা প্রসারের ক্ষেত্রে গ্রাহকদের উৎসাহিত করবে।

এই অফারটি ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত চালু থাকবে। 

ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া বা নিক্সি কোন লাভজনক সংস্থা নয়, ২০০৩ সাল থেকে তারা ভারতীয় নাগরিকদের মধ্যে ইন্টারনেট প্রযুক্তির প্রসার ঘটিয়ে চলেছে।

***

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1687189) आगंतुक पटल : 351
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Tamil , Telugu