স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ "জাতীয় পুলিশ কে-নাইন সাময়িক পত্রিকার" উদ্বোধনী সংখ্যার প্রকাশ করলেন

Posted On: 02 JAN 2021 7:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ জানুয়ারি, ২০২০

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লিতে "জাতীয় পুলিশ কে-নাইন সাময়িক পত্রিকার উদ্বোধনী সংখ্যার প্রকাশ করেন। পুলিশ কুকুরের সাথে সম্পর্কিত কে-নাইন পুলিশ পরিষেবায় এই ধরনের পত্রিকা প্রকাশ সারা ভারতে প্রথম।এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব শ্রী অজয় ভাল্লা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহা নির্দেশক সহ ওই বাহিনীর  পদস্থ পুলিশ আধিকারিকরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, পুলিশ পরিষেবায় কে-নাইন বাহিনীর এই উদ্যোগ অতুলনীয়। তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে সরকার অত্যন্ত আন্তরিক। সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ বাহিনীতে নিযুক্ত কুকুর বা ডগ স্কোয়াড বহুগুনকারী হিসাবে কাজ করতে পারে। যেমন ড্রোন বা উপগ্রহ ব্যবহার করা হয়। এই ডগ স্কোয়াডকে মাদক সনাক্তকরণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরীভাবে ব্যবহার করা যেতে পারে।

২০১৯ এর নভেম্বরে প্রথম পুলিশ বাহিনীতে একটি বিশেষ " পুলিশ কে-নাইন সেল" স্থাপন করা হয়। পুলিশ কে-নাইন সাময়িক পত্রিকাটি ইংরেজি ও হিন্দি ভাষায় বছরে দুবার এপ্রিল ও অক্টোবর মাসে প্রকাশিত হবে।

***

 

 

CG/SB


(Release ID: 1685707) Visitor Counter : 139