প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় সেনাবাহিনীতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেতু ব্যবস্থাপনার সূচনা

Posted On: 30 DEC 2020 5:08PM by PIB Kolkata

নতুন দিল্লী, ৩০শে ডিসেম্বর, ২০২০



আত্মনির্ভর ভারত গঠন প্রচেষ্টার অঙ্গ হিসাবে এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা(ডিআরডিও) এবং বেসরকারী শিল্প সংস্থার সমন্বয়ে নির্মিত তিনটি ১০ মিটারের সেতু ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল লার্সেন এন্ড ট্যুবরোর তালেগাওঁ কারখানায় এই সেতুগুলি সেনাবাহিনীর হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়।

যেকোনো অভিযানে ভারতীয় সেনাবাহিনীর শূন্যস্থান পূরণ করে দ্রুত চলাচলের ক্ষেত্রে এই সরঞ্জাম বিশেষ সহায়ক হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং নক্সা করা এই সেতু সময়মতন  ভারতীয় সেনাবাহিনীর হাতে আসায়,প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশে নির্মিত সরঞ্জাম ব্যবহার থেকে এক কদম সরে যাওয়া সম্ভব হলো। সরকারের' মেক ইন ইন্ডিয়া ' উদ্যোগকে সফলভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষই দৃঢ় ভূমিকা পালন করে। ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা মেটানো এবং আত্মনির্ভরতা ও সক্ষমতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

***



CG/PPM


(Release ID: 1684873) Visitor Counter : 108