পর্যটনমন্ত্রক

শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল “একটি ঐতিহ্যকে দওক নেওয়া : আপন ঐতিহ্য, আপন পরিচয়” প্রকল্প বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন

Posted On: 28 DEC 2020 5:42PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৮ ডিসেম্বর, ২০২০
 
    কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ নতুন দিল্লীতে “একটি ঐতিহ্যকে দওক নেওয়া  : আপন ঐতিহ্য, আপন পরিচয়” শীর্ষক প্রকল্প বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে পর্যটন সচিব শ্রী যোগেন্দ্র ত্রিপাঠী, পর্যটন দপ্তরের মহানির্দেশক শ্রীমতি মীনাক্ষী শর্মা, সংস্কৃতি দপ্তরের যুগ্ম সচিব শ্রীমতি সংযুক্তা মুদগল, পর্যটন দপ্তরের অতিরিক্ত মহার্নিদেশক শ্রীমতি রুপিন্দর ব্রার এবং ভারতীয় প্রত্নতাত্বিক সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 
    এদিনের বৈঠকে দেশের বিভিন্ন স্মৃতিসৌধগুলি সংরক্ষণ বিষয়ে  কাজের অগ্রগতির বিস্তারিত তথ্য মন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সময়মতো এই সমস্ত প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর জোর দেন শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল। পাশাপাশি সময়ে সময়ে এই কাজের সঙ্গে যুক্ত দপ্তরগুলির মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রেখে  পর্যালোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। শ্রী প্যাটেল বলেন, ‘একটি ঐতিহ্যকে দওক নেওয়া’ সুচিন্তিত উদ্যোগ। তিনি জানান  যে বিভিন্ন সংস্থা তাদের  কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি  (সিএসআর)-কে কাজে লাগিয়ে এই প্রকল্পের আওতায় দেশের স্বল্প পরিচিত স্মৃতিসৌধগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে পারে। পাশাপাশি বিশুদ্ধ  পানীয় জল এবং লাইট অ্যান্ড সাউন্ডের মতো সাধারণ সুযোগ-সুবিধা প্রদান করার ক্ষেত্রে সহায়তা দান করা যেতে পারে।
 
    ভারত সরকারের পর্যটন মন্ত্রকের আওতাধীন  “একটি ঐতিহ্যকে দওক নেওয়া  : আপন ঐতিহ্য, আপন পরিচয়” প্রকল্পটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত সরকারের যৌথ সহযোগিতায় পরিচালিত হয়। মূলত পর্যটনের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলা, ঐতিহ্যবাহী/প্রাকৃতিক/পর্যটন স্থানগুলিতে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পে। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থা, ব্যক্তি সাধারণকে ‘স্মৃতিসৌধ মিত্র’ হয়ে ওঠার বিষয়ে উৎসাহিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এমনকি  পর্যটকদের বিশুদ্ধ  পানীয় জলের সুবিধা প্রদান, ঐতিহ্যবাহী স্থানে আলোকসজ্জার ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বহু ভাষাগত অডিও গাইডের সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে। 
 
***
 
 
CG/SS/NS

(Release ID: 1684265) Visitor Counter : 121