স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সক্রিয় ভাবে কোভিড আক্রান্তের সংখ্যা কমে আজ হয়েছে ২ লক্ষ ৭৭ হাজার

प्रविष्टि तिथि: 28 DEC 2020 10:50AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ ডিসেম্বর, ২০২০
 
কোভিড জনিত অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতে সক্রিয়ভাবে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমেই কমছে। দেশে সক্রিয়ভাবে কোভিড আক্রান্তের সংখ্যা আজ নেমে হয়েছে ২ লক্ষ ৭৭ হাজার ৩০১। শতকরা হিসাবে এই সংখ্যা নেমে হয়েছে ২ দশমিক ৭২ শতাংশ। যা ১৬৩ দিনে মধ্যে এই প্রথম। গত ২৪ ঘন্টায় মোট সক্রিয় কেসের সংখ্যা নেমে হয়েছে ১ হাজার ৩৮৯। 
 
গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০  হাজার ০২১। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ১৩১ জন।
 
দেশে এখন কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশই কমছে।
 
এদিকে, কোভিড আক্রান্ত হয়ে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ লক্ষ ৮২ হাজার ৬৬৯। অর্থাৎ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৮৩ শতাংশ। বর্তমানে সক্রিয় ভাবে আক্রান্ত এবং সুস্থতার হারের মধ্যে ব্যবধান বেড়ে হয়েছে ৯৫ লক্ষ ০৫ হাজার ৩৬৮। 
 
সারা বিশ্বের সঙ্গে তুলনা করলে প্রতি লক্ষ জনসংখ্যায় ভারত অনেকটাই নিচের দিকে রয়েছে। এই সংখ্যা প্রতি লক্ষতে ৭,৩৯৭ জন। যেখানে সারা বিশ্বে  আক্রান্তের সংখ্যা প্রতি লক্ষতে ১০,১৪৯ জন। রাশিয়া, ইতালি, ব্রিটেন, ব্রাজিল, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা অনেক বেশি।
 
ভারতের দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৯৯ শতাংশ। কেরালায় একদিনে সবচেয়ে বেশি ৩ হাজার ৪৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মহারাষ্ট্রে একদিনে ২,১২৪ জন সুস্থ হয়ে উঠছেন। পশ্চিমবঙ্গে ১,৭৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে গত ২৪ ঘন্টায় ২৭৯ জনের মৃত্যু হয়েছে। প্রতি লক্ষ জনসংখ্যায় ভারতে মৃত্যুর হার ১০৭। যার সারা বিশ্বের চেয়ে অনেকটাই কম। সারাবিশ্বে এর গড় সংখ্যা বর্তমানে ২২৪। 
 
***
 
 
 
CG/SB

(रिलीज़ आईडी: 1684106) आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam