প্রতিরক্ষামন্ত্রক

‘বরোদা মিলিটারি স্যালারি প্যাকেজ' চালু করার জন্য ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর মউ স্বাক্ষর

Posted On: 22 DEC 2020 1:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২০

 

ভারতীয় সেনাবাহিনী এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদা 'বরোদা মিলিটারি স্যালারি প্যাকেজ' চালু করার জন্য এক সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর করেছে। সমঝোতাপত্রে স্বাক্ষর করেন সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল রবীন খোসলা এবং ব্যাঙ্ক অফ বরোদার কার্যনির্বাহী নির্দেশক শ্রী বিক্রমাদিত্য সিং কিছি। স্বাক্ষরদান অনুষ্ঠানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হর্ষ গুপ্ত ও ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী এবং ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে এই মউ স্বাক্ষরের ফলে বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের কাছে বিভিন্ন ব্যাঙ্কিং সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।

 

‘বরোদা মিলিটারি স্যালারি প্যাকেজ'-এর আওতায় সেনাবাহিনীর বর্তমান ও প্রাক্তন কর্মীরা এই ব্যাঙ্কের ৮,২০০টির বেশি দেশীয় শাখা এবং প্রায় ২০ হাজার বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। স্যালারি প্যাকেজের আওতায় যে সমস্ত পরিষেবা সেনাকর্মীদের দেওয়া হবে তার মধ্যে রয়েছে বিনামূল্যে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, স্থায়ীভাবে অক্ষমতার ক্ষেত্রে বিমা, আংশিক অক্ষমতার ক্ষেত্রে বিমা, বিমান দুর্ঘটনার ক্ষেত্রে বিমা সহ উচ্চশিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা এবং কর্মরত সেনাকর্মীর প্রয়াণে তাঁর শিশুকন্যার বৈবাহিক সুবিধা প্রদান। এছাড়াও, প্যাকেজের মধ্যে সেনাকর্মীরা বিনামূল্যে যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে নির্দ্ধিয়ায় যত খুশি লেনদেন করতে পারবেন। এমনকি, খুচরো ব্যবসার জন্য বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রে ছাড়, আর্থিক লেনদেনে ছাড়, নিখরচায় ডিমান্ড ড্রাফট বা ব্যাঙ্কার্স চেক, ব্যাঙ্কের লকারে ছাড়ের সুবিধা এবং বিভিন্ন ধরনের ব্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে চিকিৎসা সুবিধা মিলবে। 

***

 

 

CG/BD/DM



(Release ID: 1682745) Visitor Counter : 189