আদিবাসীবিষয়কমন্ত্রক

ট্রাইবস ইন্ডিয়ার কলকাতা এবং গোয়ালিওয়রের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেছেন শ্রী অর্জুন মুন্ডা

Posted On: 19 DEC 2020 7:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ই ডিসেম্বর, ২০২০
 
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা দুটি ট্রাইবস ইন্ডিয়া শোরুমের আজ কলকাতায়  উদ্বোধন করেছেন। এর একটি কলকাতায় এবং অন্যটি গোয়ালিওয়রে। অনুষ্ঠানে আদিবাসী বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী রেণুকা সিং, ট্রাইফেডের চেয়ারপার্সন শ্রী রমেশ চাঁদ মীনা, আদিবাসী বিষয়ক দপ্তরের সচিব শ্রী দীপক খান্ডেকর ও ট্রাইফেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রবীর কৃষ্ণ উপস্থিত ছিলেন। কলকাতায় ট্রাইবস ইন্ডিয়ার নতুন শোরুমটি সল্টলেকে গড়ে উঠেছে।  
 
চিরাচরিত পদ্ধতিতে শ্রী মুন্ডা প্রদীপ জ্বালিয়ে এই শোরুমের উদ্বোধন করেছেন। এর পর তিনি ঐ বিক্রয় কেন্দ্রে আদিবাসীদের তৈরি নানা সামগ্রী ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এই বিক্রয় কেন্দ্রে প্রাকৃতিক, জৈব রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন উপাদন ছাড়াও হস্তশিল্পের নানা সামগ্রী রয়েছে।    
 
শ্রী মুন্ডা জানিয়েছেন, আদিবাসীদের উৎপাদিত পণ্য সামগ্রী ট্রাইবস ইন্ডিইয়ায় বিক্রির জন্য রাখা হয়। এখানে বন ধন প্রাকৃতিক ও রোগ প্রতিরোধক্ষম বিভিন্ন সামগ্রী রয়েছে। আজ ট্রাইবস ইন্ডিয়ার ১২৪ ও ১২৫তম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হলো। দেশের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাঁদের শিল্পকলা সংরক্ষণ ও প্রচারের গুরুত্বের কথা শ্রী মুন্ডা জানিয়েছেন। সমাজের পিছিয়ে পড়া এই সব মানুষের আর্থসামাজিক উন্নয়নে ট্রাইফেডের বিভিন্ন উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। 
 
আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতী রেণুকা সিং, মহামারীর সময়ে ট্রাইফেডের সদস্যরা যে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন। তিনি স্থানীয় পণ্যের জন্য সকলকে উৎসাহী হবার অনুরোধ করেছেন। ট্রাইফেডের চেয়ারম্যান শ্রী রমেশ চাঁদ মীনা আদিবাসী মানুষদের উন্নয়নে সংস্থার কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন। 
 
এই দুটি কেন্দ্র সংশ্লিষ্ট শহরগুলিতে ট্রাইবস ইন্ডিয়ার  দ্বিতীয় কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ১৯৯৯ সালে নতুন দিল্লিতে ৯ নম্বর মহাদেও রোডে ট্রাইবস ইন্ডিয়ার প্রথম বিক্রয় কেন্দ্রটি চালু হয়। বর্তমানে দেশের ২৭টি রাজ্যের সবগুলিতে মোট ১২৫টি এধরণের বিক্রয় কেন্দ্র চালু হয়েছে। কলকাতা এবং গোয়ালিয়রের এই দুটি কেন্দ্রে বন ধনের প্রয়োজনীয় ও রোগ প্রতিরোধের পণ্য সামগ্রী পাওয়া যাবে যা এই মহামারীর সময়ে অত্যন্ত সহায়ক। 
 
ট্রাইফেডের মহানির্দেশক শ্রী প্রবীণ কৃষ্ণ, তাঁর স্বাগত ভাষণে বলেছেন, নতুন এবং বিপুল বাজারে আদিবাসীদের বিভিন্ন সামগ্রী পৌঁছে দিতে এই সংস্থা সাহায্য করে। আদিবাসী মানুষদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকালের আহ্বানে সংস্থাটি ৫ লক্ষ আদিবাসীর বিভিন্ন উৎপাদিত সামগ্রী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেছে। 
 
আদিবাসী শিল্পীদের জীবিকার সুবিধার জন্য, তাঁদের উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণের কাজে ট্রাইফেড সবসময় সচেষ্ট। প্রান্তিক মানুষদের ক্ষমতায়নের জন্য এই সংস্থা ট্রাইবস ইন্ডিয়া ব্যান্ডের আওতায় শিল্প ও কারুকলার বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে সেগুলি বাজারজাতকরণের কাজ করে থাকে। দেশজুড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষায় এই সংস্থা অঙ্গীকারবদ্ধ – তাঁদের ক্ষমতায়ন ও জীবিকার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়। 
 
***
 
 
 
CG/CB/SFS


(Release ID: 1682078) Visitor Counter : 146