সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
নীতিন গড়করি কর্নাটকে প্রায় ১১ হাজার কোটি টাকার ১২০০ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেছেন, আগামী বছরগুলিতে কেন্দ্র সরকার কর্নাটকে প্রায় ১,১৬,১৪৪ কোটি টাকা বিনিয়োগ করবে
Posted On:
19 DEC 2020 3:44PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১৯ ডিসেম্বর, ২০২০
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ কর্নাটকে ভার্চুয়াল মাধ্যমে জাতীয় সড়কের ৩৩ টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পে মোট ১১৯৭ কিলোমিটার রাস্তা রয়েছে যার খরচ ধরা হয়েছে ১০,৯০৪ কোটি টাকা। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী শ্রী ওয়াই এস ইয়াদুরিয়াপ্পা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী, শ্রী সদানন্দ গৌড়া, জেনারেল ডক্টর ভি কে সিং সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী তাঁর ভাষণে বলেন, গত ছয় বছরে কর্নাটকে জাতীয় সড়কে ৯০০ কিলোমিটার যুক্ত হয়ে বর্তমানে তা হয়েছে ৭৬৫২ কিলোমিটার। এরমধ্যে, ৩৭,৩১১ কোটি টাকা ব্যয়ে ৭১ টি প্রকল্পের মাধ্যমে ৭৬৫২ কিলোমিটারের কাজ চলছে। এর মধ্যে ২৬ টি প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। যেখানে খরচের পরিমাণ ১২,২৮৬ কোটি টাকা। যার মধ্যে রয়েছে ১২৫৭ কিলোমিটার রাস্তা।
তিনি জানান, বন্দর দিয়ে বাণিজ্যের সুবিধার্থে কেন্দ্র গোয়া সীমান্ত থেকে কেরালা সীমান্ত পর্যন্ত উপকূল বরাবর চার লেনের রাস্তা নির্মাণ করছে। যার মধ্যে উপকূলবর্তী শহর বেলাকেরি, কারোয়ার ও ম্যাঙ্গালোর রয়েছে। মোট ২৭৮ কিলোমিটার এই রাস্তার জন্য ৩৪৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী তাঁর ভাষণে আরো বলেন যে, কর্নাটকের জন্য আগামী কয়েক বছরে আরও ১,১৬,১৪৪ কোটি টাকা বিনিয়োগ করা হবে। নতুন করে ২৭৫ কিলোমিটার দীর্ঘ ১১টি রাস্তা নির্মাণ করা হবে। এ জন্য ওই রাজ্যকে ৫০৮৩ কোটি টাকা দেওয়া হয়েছে।
শ্রী গড়করি জানান, কেন্দ্রীয় সড়ক তহবিল, সি আর এফ- থেকে এ পর্যন্ত ওই রাজ্যের জন্য মোট ৮,৩৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী সে রাজ্যে ইথানলের উৎপাদন আরও বাড়ানোর জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানান। যেহেতু ওই রাজ্যে সারা দেশের মধ্যে আখ উৎপাদন সবচেয়ে বেশি হয়। আখের পাশাপাশি ধান উৎপাদনেও ওই রাজ্য এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ইথানলের উৎপাদন বাড়াতে পারলে কৃষকদের আয় কেবল বাড়বে না, দেশে জ্বালানি শক্তি বৃদ্ধি পাবে।
সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী এইচ ডি দেবেগৌড়া সরকারের পদক্ষেপ গুলির প্রশংসা করে বলেন আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে উন্নয়নে গতি এসেছে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী শ্রী ইয়াদুরিআপ্পা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর পরামর্শ মেনে রাজ্যের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সহযোগিতায় রাজ্য সরকার তা লক্ষ্য পূরণ করতে সচেষ্ট হয়েছে।
***
CG/SB
(Release ID: 1682034)
Visitor Counter : 152