উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

কৃষক সমস্যার দ্রুত ও যুক্তিসঙ্গত সমাধানের ব্যাপারে আশা প্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি


সরকার ও কৃষক উভয় পক্ষই পরস্পরের সঙ্গে আলোচনায় আগ্রহী

Posted On: 17 DEC 2020 5:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর,  ২০২০

 

উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু আজ আশা প্রকাশ করেছেন যে, বিক্ষোভরত কৃষকরা যে সমস্ত বিষয় উত্থাপন করেছেন, তা সরকার ও কৃষকদের মধ্যে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে যুক্তিসঙ্গত সমাধান বেরিয়ে আসবে।

 

হায়দরাবাদে স্বর্ণ ভারত ট্রাস্টে ঋতু নেস্থাম এবং মুপ্পাভারাপু ফাউন্ডেশনের পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বিক্ষোভরত কৃষকদের দাবি-দাওয়া নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের এ ব্যাপারে প্রতিক্রিয়া সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গী জানাতে গিয়ে বলেন, উদ্ভূত এই সমস্যার সমাধানে পারস্পরিক আলোচনার সম্ভাবনা দেখতে পাচ্ছেন।

 

তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষই একে-অপরের অবস্থান সম্পর্কে অবগত হয়ে আলাপ-আলোচনার বিষয়গুলি সুস্পষ্ট করবেন। উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ ও অর্থবহ আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

উপ-রাষ্ট্রপতি কৃষিজ পণ্যের বিপণনে নিষেধাজ্ঞা মুক্ত ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের এই দাবি তিনি নিজেও একাধিকবার উল্লেখ করেছেন। ‘এক দেশ এক খাদ্য অঞ্চল’ – দীর্ঘদিনের দাবি।

 

দেশের অগ্রগতি কৃষকের উন্নতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে বলে উল্লেখ করে শ্রী নাইডু এক মায়ের দৃষ্টিভঙ্গী থেকে কৃষকের বঞ্চনার বিষয়গুলি করুণার সঙ্গে উপলব্ধি করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, কৃষকের সহায়তা প্রত্যেকের কর্তব্য। মহামারীর সময় সমগ্র জাতির প্রতি মহান সেবার জন্য কৃষক সমাজের প্রশংসা করে শ্রী নাইডু বলেন, যাবতীয় বাধা-বিপত্তি সত্ত্বেও কৃষকরা রেকর্ড খাদ্যশস্য উৎপাদন  করতে সক্ষম হয়েছে। মহামারীর সময় তিনি চিকিৎসক, স্যানিটেশন কর্মী, পুলিশ ও সংবাদ মাধ্যমের কর্মীদেরও প্রশংসা করেন।

 

কৃষকের চাহিদা পূরণে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ‘টিম ইন্ডিয়া’ হিসাবে কাজ করতে হবে বলে অভিমত প্রকাশ করে শ্রী নাইডু বলেন, ফসলের লাভজনক মূল্য সুনিশ্চিত করার পাশাপাশি, কৃষকদের সহজ শর্তে সময় মতো ঋণ সুবিধাও পৌঁছে দিতে হবে।

 

ভারতবাসী সর্বদাই কৃষি কাজকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকে বলে মন্তব্য করে শ্রী নাইডু বলেন, এই কারণেই আমাদের উৎসব অনুষ্ঠান ও ধর্মীয় আচার-আচরণগুলির সঙ্গে কৃষির নিবিড় সম্পর্ক রয়েছে।

 

আগামী দিনে খাদ্য সঙ্কট সম্পর্কে এক রিপোর্টে যে সতর্ক বাণী দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গ উল্লেখ করে শ্রী নাইডু বলেন, আমরা যদি দেশের কৃষকদের সবরকম সাহায্য করতে পারি, তা হলে ভারত কেবল খাদ্যশস্যের দিক থেকেই নিরাপদ হবে না, বরং সমগ্র বিশ্বকেও খাদ্যের যোগান দিতে পারবে।

 

কৃষক সমাজের কল্যাণে কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মসূচির প্রশংসা করে শ্রী নাইডু বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে দৃঢ়তার সঙ্গে অগ্রসর হচ্ছেন। কৃষি ক্ষেত্রে আরও সাফল্য অর্জনে জনসাধারণের মধ্যে কৃষি সম্পর্কে দৃষ্টিভঙ্গী বদলানোর আহ্বান জানান। যুবসম্প্রদায়কেও কৃষি কাজের প্রসারে সক্রিয় অংশীদার হয়ে উঠতে হবে।

 

অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি অধ্যাপক এস ভেঙ্কুরেড্ডিকে লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার এবং ব্রিগেডিয়ার পোগুলা গণেশকে কৃষি রত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করেন।

***

 

 

CG/BD/SB



(Release ID: 1681551) Visitor Counter : 116