প্রতিরক্ষামন্ত্রক

দ্বিতীয় প্রকল্প হিসেবে 'হিমগীরি'কে জলে ভাসানো হল

Posted On: 14 DEC 2020 4:43PM by PIB Kolkata
কলকাতা, ১৪ ডিসেম্বর, ২০২০
 
কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষ থেকে আজ হিমগীরি নামক জাহাজকে জলে ভাসানো হয়েছে।এই সংস্থার সাথে চুক্তি হওয়া তিনটি প্রকল্পের মধ্যে এটি ছিল প্রথম। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ঐতিহ্য অনুযায়ী বেদ পাঠ করে শ্রীমতি মধুলিকা রাওয়াত জাহাজ জলে ভাসানোর কর্মসূচির সূচনা করেন।জাহাজ নির্মাণকারী সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে ইতিমধ্যেই ১০০ টিরও বেশি জাহাজ নির্মাণ করে জলে ভাসানো হয়েছে। পি-১৭-এ জাতীয় আধুনিক মানের জাহাজ নির্মাণের ক্ষেত্রে এই সংস্থাটি তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। এই জাতীয় বৃহত্তম জাহাজ যা গ্যাস টারবাইন যুক্ত তা এই সংস্থাটি প্রথম নির্মাণ করেছে। এটি আত্মনির্ভর ভারতের একটি পরিকল্পনা বলে জানানো হয়েছে। যার ৮০ শতাংশ যন্ত্রপাতি এ দেশের বিভিন্ন সংস্থা তৈরি করেছে।
 
***
 
 
CG/SB


(Release ID: 1680649) Visitor Counter : 188