স্বরাষ্ট্র মন্ত্রক

২০০১ এর সংসদ ভবন আক্রমণের ঘটনায় শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শ্রদ্ধার্ঘ্য

Posted On: 13 DEC 2020 2:42PM by PIB Kolkata

নতুন দিল্লী, ১৩ ডিসেম্বর, ২০২০

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আজ সংসদ ভবন আক্রমণের ঘটনায় শহীদদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজ এক টুইট বার্তায় শ্রী শাহ সংসদ ভবনে কাপুরুষোচিত আক্রমণের ঘটনার ১৯ তম বর্ষপূর্তির কথা উল্লেখ করে বলেছেন, "২০০১ সালে সংসদ ভবনে জঙ্গি হামলায় নিহত ভারত মাতার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাই। দেশ সর্বদা তাঁদের আত্ম বলিদানের কাছে কৃতজ্ঞ থাকবে। আমি তাঁদের অনুকরণীয় সাহস ও ত্যাগের কাছে মাথানত করছি।"

২০০১ সালের ১৩ ডিসেম্বর লস্কর-ই-তৈবা এবং জইশ-ঈ-মহম্মদ জঙ্গিরা সংসদ ভবন আক্রমণ করে ও যথেচ্ছভাবে গুলি চালায়। ভয়াবহ এই লড়াইয়ের পর তাদের গুলি করে হত্যা করা হয়েছিল। এই লড়াইয়ে দিল্লি পুলিশের পাঁচ কর্মী, এক মহিলা সিআরপিএফ জওয়ান সহ সংসদ ভবনের দুই প্রহরী নিহত হয়। ওই সময় এক সাংবাদিক আহত হলেও পরে তার মৃত্যু হয়।

***

 

 

CG/SB



(Release ID: 1680439) Visitor Counter : 81