স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর হর্ষবর্ধনের ডিজিটাল মাধ্যমে সম্ভাষণ

Posted On: 12 DEC 2020 12:46PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১২ ডিসেম্বর, ২০২০
 
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আজ লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের সমাবর্তন উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যমে ভাষণ দেন। ওই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবেও উপস্থিত ছিলেন।
 
কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন তার ভাষণে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজের ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, এবছর ওই কলেজের ৯৯তম ব্যাচ এমবিবিএস উত্তীর্ণ হয়েছে। যা একটি মাইলফলক বলা চলে। দেশের অন্যতম প্রাচীন এই মেডিকেল কলেজের ইতিহাসের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন স্বাধীনতার সময় কাল পর্যন্ত দিল্লিতে এটিই ছিল একমাত্র মেডিকেল কলেজ। ১০৪ বছরের প্রাচীন এই মহিলা মেডিকেল কলেজ দেশে মহিলাদের ক্ষমতায়নের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশের গর্ব। এখান থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা  দেশ এবং দেশের বাইরে প্রতিষ্ঠিত হয়েছেন। ভারতের প্রথম দশটি মেডিকেল কলেজের মধ্যে লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন।
 
কোভিড জনিত পরিস্থিতিতে এই মেডিকেল কলেজের গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর হর্ষবর্ধন বলেন, দিল্লিতে এটি সর্বপ্রথম প্রতিষ্ঠান যারা কোভিড চিহ্নিতকরণের জন্য নমুনা নিয়ে আরটি- পিসিআর পরীক্ষা শুরু করেছিল। প্লাজমা থেরাপির ট্রায়ালও এখানেই শুরু হয়।
 
কেন্দ্রীয় মন্ত্রী সমাবর্তন ভাষণে এই মেডিকেল কলেজের পরিকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, আগামী ৩১ মার্চের মধ্যে এই মেডিকেল কলেজের দুর্ঘটনা জরুরী বিভাগের অন্ত ও বহির্বিভাগের কাজ শেষ হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে নেফ্রলজি, ইউরোলজি, কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি এবং নিউরো সার্জারির মতো ক্ষেত্রে বিশেষ পরিষেবার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 
 কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর হর্ষবর্ধন বলেন, চিকিৎসাশাস্ত্র কেবল পেশা নয় একটি বৃত্তিমূলক শিক্ষা। এই পেশায় পড়াশোনাকে থামিয়ে রাখলে চলবে না, আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান বাড়িয়ে চলতে হবে।
 
এদিনের সমাবর্তন অনুষ্ঠানে ১৯৭ জন কে এমবিবিএস, ১২৯ জন কে পোস্ট গ্রাজুয়েট এবং সাত জনকে পোস্ট ডক্টরালহ ডিগ্রী প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব শ্রী রাজেশ ভূষণ, স্বাস্থ্য বিভাগের মহানির্দেশক ডঃ সুনীল কুমার উপস্থিত ছিলেন।
 
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1680245) Visitor Counter : 162