স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ষষ্ঠ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ২০২০র প্রাক্কালে ড. হর্ষ বর্ধন, আইসিএমআর – ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ট্রাইবাল হেল্থের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রেখেছেন

Posted On: 10 DEC 2020 1:23PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ই ডিসেম্বর, ২০২০

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রী ড. হর্ষ বর্ধন, ২০২০র ষষ্ঠ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের প্রাক্কালে এই উৎসবের অঙ্গ হিসেবে আইসিএমআর - ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ট্রাইবাল হেল্থ, জব্বলপুরের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রেখেছেন।

ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর), বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, ভূবিজ্ঞান মন্ত্রক, জৈব প্রযুক্তি দপ্তর ও বিজ্ঞান ভারতীর সঙ্গে যৌথ উদ্যোগে বিজ্ঞান ও কারিগরি গবেষণা পরিষদ ষষ্ঠ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের আয়োজন করেছে।  

ড. হর্ষ বর্ধন বলেছেন, আমাদের জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে বিজ্ঞানের অগ্রগতি কতটা প্রয়োগ করা হয়েছে, সে বিষয়ে এই উৎসবে ধারণা পাওয়া যায়। এখানে সমাজের বিভিন্ন অংশের মানুষের ভাবনার সাহায্যে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ভালো নীতি প্রণয়নের ধারণা পাওয়া যায়। বর্তমান সরকার, আমাদের উপজাতি জনগোষ্ঠী মানুষদের স্বাস্থ্য ও কল্যাণের বিষয়টিকে অগ্রাধিকার দেয়। জব্বলপুরের আইসিএমআর - ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ট্রাইবাল হেল্থ, মধ্যপ্রদেশের মান্দলা জেলায় উপজাতি জনগোষ্ঠীর মানুষদের মধ্যে ম্যালেরিয়ার প্রাদূর্ভাব কমানো ও সাহারিয়া জনজাতির মানুষদের যক্ষ্মা রোগের হাত থেকে বাঁচানোর জন্য সরকারী বেসরকারী অংশীদারিত্বে ভালো কাজ করেছে বলে মন্ত্রী জানিয়েছেন।

***

 

CG/CB/SFS  



(Release ID: 1679917) Visitor Counter : 220