রেলমন্ত্রক

কলকাতা মেট্রো রেল ৭ই ডিসেম্বর থেকে ২০৪টি ট্রেন চালাবে


রেল, শিল্প ও বাণিজ্য, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল কলকাতা মেট্রোর বর্ধিত পরিষেবার কথা ঘোষণা করেছেন

Posted On: 05 DEC 2020 1:24PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৫ ডিসেম্বর, ২০২০

        কলকাতার মানুষের সুবিধার জন্য কলকাতা মেট্রো আগামী সোমবার (৭ই ডিসেম্বর) থেকে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দিন থেকে বাড়তি সময়েও মেট্রো চলাচল করবে।

        বর্তমানে সোমবার থেকে শনিবার ১০৯টি ট্রেন চলাচল করে। ৭ তারিখ থেকে তা বৃদ্ধি পেয়ে ২০৪টি হবে।

        এক ট্যুইট বার্তায় রেল, শিল্প ও বাণিজ্য উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এই তথ্য জানিয়েছেন।

        দমদম এবং কবি সুভাষ থেকে সকাল ৮টার পরিবর্তে ৭টা থেকে এবং নোয়াপাড়া থেকে ৮টা ৯ মিনিটের পরিবর্তে ৭টা ৯ মিনিট থেকে ছাড়বে।

        আগামী সোমবার থেকে কবি সুভাষ এবং দমদম স্টেশনে শেষ মেট্রো রাত ৯টার পরিবর্তে সাড়ে ৯টায় ছাড়বে। নোয়াপাড়া স্টেশনে এই সময় হবে ৮টা ৫৫র পরিবর্তে ৯টা ২৫। দিনের ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

        প্রবীণ নাগরিক, মহিলা এবং শিশু (১৫ বছরের কম)- এদের জন্য ই-পাসের প্রয়োজন থাকবে না। অন্য যাত্রীরা সকাল ৭টা থেকে সাড়ে ৮টা এবং রাত ৮টার পর থেকে ই-পাস ছাড়া চলাচল করতে পারবেন। তবে এখনও টোকেন দেওয়া হবেনা। স্মার্ট কার্ড ব্যবহারকারীরাই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

***

 

CG/CB/NS



(Release ID: 1678650) Visitor Counter : 178