আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত লক্ষ্ণৌ পুর নিগমের ২০০ কোটি টাকার মিউনিসিপাল বন্ড জারি
Posted On:
02 DEC 2020 11:32AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ ডিসেম্বর, ২০২০
বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত লক্ষ্ণৌ পুর নিগমের পক্ষ থেকে আজ ভারতীয় মুদ্রায় ২০০ কোটি টাকা মিউনিসিপাল বন্ড জারি করা হয়েছে। এই উপলক্ষে মুম্বাইয়ে জাতীয় স্টক এক্সচেঞ্জে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘন্টা বাজিয়ে বন্ড জারির শুভ সূচনা করেন। জাতীয় স্টক এক্সচেঞ্জে বন্ড জারির সঙ্গে সঙ্গে লক্ষ্ণৌ মিউনিসিপাল বন্ড জারির দিক থেকে দেশের নবম শহর হয়ে উঠলো। অম্রুত মিশনের আওতায় কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রক লক্ষ্ণৌ পুর নিগমকে এ ধরনের বন্ড বাজারে ছাড়তে উৎসাহিত করে। বন্ডগুলি জারি হওয়ার ফলে লক্ষ্ণৌ পুর নিগম সুদের ক্ষেত্রে ২৬ কোটি টাকা ভর্তুকি পাবে। পুর নিগম ২ শতাংশ হারে গৃহীত ঋণের ক্ষেত্রে সুদ ছাড় পাবে। পুর প্রশাসনিক ব্যবস্থায় আর্থিক উন্নতি ঘটবে। এমনকি, পুর পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে পুর নিগম ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠবে। আত্মনির্ভর ভারতের অঙ্গ হিসাবে আত্মনির্ভর শহর গড়ে তোলার লক্ষ্যেই বন্ড জারি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, লক্ষ্ণৌ পুর নিগম গত ১৩ই নভেম্বর প্রথম মিউনিসিপাল বন্ড জারি করে। এই বন্ড জারির সঙ্গে সঙ্গে নিগম বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। বম্বে স্টক এক্সচেঞ্জ মারফৎ এই বন্ড জারির ফলে লগ্নিকারীদের আরও বেশি আকৃষ্ট করা সম্ভব হবে। ইতিমধ্যেই ২১টি বিনিয়োগকারীর পক্ষ থেকে ভারতীয় মুদ্রায় ৪৫০ কোটি টাকার নিলামপত্র নিগমের পক্ষ থেকে জারি করা হয়েছে। প্রত্যেকটি ১০ বছর মেয়াদী বন্ডের ক্ষেত্রে ৮.৫ শতাংশ হারে সুদের হার স্থির হয়েছে, যা কোভিডের সময় বন্ডের লগ্নিকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
উত্তর প্রদেশে একটি শহরাঞ্চলীয় স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে এ ধরনের বন্ড জারির অত্যন্ত তাৎপর্য রয়েছে। বন্ড জারির মাধ্যমে শহরাঞ্চলীয় পরিকাঠামো ক্ষেত্রে কেবল বিনিয়োগের জন্য সম্পদ বন্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে না বরং এ ধরনের বন্ড জারি শহরাঞ্চলীয় স্থানীয় প্রশাসনগুলির সম্পূর্ণ আঙ্গিক পরিবর্তনেও এক মডেল হয়ে উঠছে।
***
CG/BD/SB
(Release ID: 1677718)
Visitor Counter : 187