অর্থমন্ত্রক
জিএসটি-র রাজস্ব আদায়ের ঘাটতি পূরণে কেরল ও পশ্চিমবঙ্গও ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
Posted On:
25 NOV 2020 5:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২০
কেরল ও পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে জিএসটি বাবদ রাজস্ব ঘাটতি পূরণে তারা প্রথম বিকল্পটি গ্রহণ করছে। এর ফলে, ২৫টি রাজ্য এই বিকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি, জম্মু-কাশ্মীর ও পুদুচেরি - এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল, যাদের বিধানসভা রয়েছে, তারাও এই বিকল্প গ্রহণের সিদ্ধান্ত আগেই নিয়েছিল।
জিএসটি বাবদ রাজস্ব আদায়ের ক্ষেত্রে ঘাটতি দেখা দিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রথম বিকল্পটি বাছাই করতে পারে। এক্ষেত্রে কেন্দ্রের একটি বিশেষ ঋণ গ্রহণের পদ্ধতি তারা ব্যবহার করবে। এর মাধ্যমে ২৩শে অক্টোবর থেকে কেন্দ্র রাজ্যগুলির জন্য যে ২৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সেগুলি সংশ্লিষ্ট রাজ্য চারটি কিস্তিতে নেবে। প্রথম বিকল্পটি যেসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বাছাই করেছিল, তারা ২৩শে অক্টোবর, দোসরা নভেম্বর, ৯ই নভেম্বর এবং ২৩শে নভেম্বর নিয়েছিল। আর এখন পশ্চিমবঙ্গ ও কেরল এই ব্যবস্থায় পরবর্তী পর্যায়ে ঋণ নেবে।
জিএসটি-র ঘাটতি পূরণের রাজ্যগুলি নিঃশর্তভাবে তাদের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫ শতাংশ ঋণ নিতে পারবে যেটি কেন্দ্রের ১৭ই মে আত্মনির্ভর ভারত অভিযানের ২ শতাংশ বেশি ঋণ নেওয়ার অতিরিক্ত। এই ব্যবস্থায় ১.১ লক্ষ কোটি টাকার ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। কেরল সেই রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫ শতাংশ অর্থাৎ, ৪,৫২২ কোটি টাকা ঋণ নেবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর পরিমাণ ৬,৭৮৫ কোটি টাকা।
***
CG/CB/DM
(Release ID: 1675908)
Visitor Counter : 139