বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
সরকার, ভারত থেকে ৪৩টি মোবাইল অ্যাপ ব্যবহার করা বন্ধ করল
Posted On:
24 NOV 2020 4:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪শে নভেম্বর, ২০২০
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আজ তথ্য প্রযুক্তি আইনের ৬৯(এ) ধারার অনুসারে ৪৩টি মোবাইল অ্যাপকে ব্লক করার নির্দেশ জারি করেছে। ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতা, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আদেশ নামার পরিপন্থী হওয়ার মতো বেশ কিছু কাজকর্ম এই অ্যাপগুলির মাধ্যমে হচ্ছিল বলে খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র থেকে সর্বাঙ্গীন প্রতিবেদনের ওপর ভিত্তি করে মন্ত্রক, এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তথ্য প্রযুক্তি আইনের ৬৯(এ) ধারা অনুযায়ী ২৯শে জুন ৫৯টি এবং দোসরা সেপ্টেম্বর ১১৮টি মোবাইল অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করা হয়। সরকার, নাগরিকদের স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব এবং অখন্ডতা রক্ষা করতে বদ্ধ পরিকর। এর জন্য সম্ভাব্য সব রকমের ব্যবস্থা সরকার নেবে।
যে ৪৩টি অ্যাপকে আজ নিষিদ্ধ করা হচ্ছে, সেগুলি হল :- ১) আলি সাপ্লাইয়ার্স মোবাইল অ্যাপ, ২) আলিবাবা ওয়ার্ক বেঞ্চ, ৩) আলি এক্সপ্রেস – স্মার্টার শপিং, বেটার লিভিং, ৪) আলি পে ক্যাশিয়ার, ৫) লালামুভ ইন্ডিয়া – ডেলিভারি অ্যাপ, ৬) ড্রাইভ উইথ লালামুভ ইন্ডিয়া, ৭) স্নেক ভিডিও, ৮) ক্যামকার্ড – বিজনেস কার্ড রিডার, ৯) ক্যামকার্ড – বিসিআর (ওয়েস্টার্ণ), ১০) সোল -ফলো দ্য সোল টু ফাইন্ড ইউ, ১১) চাইনিজ সোশ্যাল ফ্রি অনলাইন ডেটিং ভিডিও অ্যাপ অ্যান্ড চ্যাট, ১২) ডেট ইন এশিয়া – ডেটিং অ্যান্ড চ্যাট ফর এশিয়ান সিঙ্গেলস, ১৩) উই ডেট – ডেটিং অ্যাপ ১৪) ফ্রি ডেটিং অ্যাপ - সিঙ্গল স্টার্ট ইয়োর ডেট, ১৫) অ্যাডোর অ্যাপ, ১৬) ট্রুলি চাইনিজ – চাইনিজ ডেটিং অ্যাপ, ১৭) ট্রুলি এশিয়ান – এশিয়ান ডেটিং অ্যাপ, ১৮) চায়না লাভ : ডেটিং অ্যাপ ফর চাইনিজ সিঙ্গল, ১৯) ডেট মাই এজ : চ্যাট মিট, ডেট ম্যাচিউর সিঙ্গল অনলাইন, ২০) এশিয়ান ডেট : ফাইন্ড এশিয়ান সিঙ্গলস, ২১) ফ্লাড উইশ : চ্যাট উইথ সিঙ্গল, ২২) গাইজ অনলি ডেটিং : গে চ্যাট, ২৩) টিউবিট : লাইভ স্ক্রিন্স, ২৪) উই ওয়ার্ক চায়না ২৫) ফাস্ট লাভ লাইভ – সুপার হট লাইভ ডিউটিজ লাইভ অনলাইন, ২৬) রেলা – লেসবিয়ান সোশ্যাল নেটওয়ার্ক, ২৭) ক্যাশিয়ার ওয়ালেট, ২৮) ম্যাঙ্গোটিভি, ২৯) এমজি টিভি – হুনান টিভি অফিসিয়াল টিভি অ্যাপ, ৩০) উই টিভি – টিভি ভার্সন, ৩১)উই টিভি সি ড্রামা, কে ড্রামা অ্যান্ড মোর, ৩২) উই টিভি লাইট, ৩৩) লাকি লাইভ – লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ, ৩৪) টাওবাও লাইভ, ৩৫) ডিং টিভি, ৩৬) আইডেন্টিটি-ভি, ৩৭) আইসোল্যান্ড টু : অ্যাসেজ অফ টাইম, ৩৮) বক্স স্টার (আরলি অ্যাকসেস), ৩৯) হিরোজ ইভল্ভড, ৪০) হ্যাপি ফিস, ৪১) জেলি পপ ম্যাচ – ডেকোরেট ইয়োর ড্রিম আইল্যান্ড, ৪২) মানচ কিন ম্যাচ : ম্যাজিক হোম বিল্ডিং, ৪৩) কংকুইস্টা অনলাইন – ২।
***
CG/CB/SFS
(Release ID: 1675508)
Visitor Counter : 441