প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ৮০তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ২৬শে নভেম্বর বক্তব্য রাখবেন
Posted On:
24 NOV 2020 5:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪শে নভেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬শে নভেম্বর বেলা ১২টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮০তম সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখবেন।
সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের প্রথম সম্মেলন হয়েছিল ১৯২১ সালে। এবছর প্রিসাইডিং অফিসারদের সম্মেলনের ১০০ বছর পূর্তি উদযাপিত হবে। শতবার্ষিকী উপলক্ষ্যে গুজরাটের কেভাডিয়ায় ২৫ ও ২৬শে নভেম্বর এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর মূল ভাবনা, “আইনসভা, কার্যনির্বাহী ও বিচার ব্যবস্থার মধ্যে সম্প্রতির সহযোগিতা – প্রাণবন্ত গণতন্ত্রের চাবিকাঠি”।
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, ২৫শে নভেম্বর এই সম্মেলনের উদ্বোধন করবেন। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান শ্রী এম ভেঙ্কাইয়া নায়ডু, লোকসভার অধ্যক্ষ এবং সম্মেলনের চেয়ারপার্সন শ্রী ওম বিড়লা, গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত, গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী বিজয় রূপানী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
***
CG/CB/SFS
(Release ID: 1675495)
Visitor Counter : 176
Read this release in:
Assamese
,
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam