যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

‘মাই স্ট্যাম্প অন ছট পুজা’ বিষয়ক ডাকটিকিট প্রকাশ করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ

प्रविष्टि तिथि: 19 NOV 2020 5:27PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৯ নভেম্বর, ২০২০
 
কেন্দ্রীয় যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি এবং আইন ও বিচারমন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদ ‘মাই স্ট্যাম্প অন ছট পুজা’ বিষয়ক ডাকটিকিট প্রকাশ করেছেন। ডাক বিভাগের এটি একটি উদ্ভাবনী উদ্যোগ। যেকোন সাধারণ মানুষ অথবা কর্পোরেট সংস্থা ব্যক্তিগত ছবি অথবা কোন নির্দিষ্ট বিষয়ের ওপর ছবি নিয়ে ডাক টিকিট পেতে পারেন। ‘মাই স্ট্যাম্প’ এ ধরণেরই একটি উদ্যোগ,  যা উপহার দেওয়ার জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে।  
 
দেশের সব বড় বড় ডাকঘর এবং ফিলাটেলিক ব্যুরোতে ছট পুজোর ওপর এই ডাক টিকিটটি পাওয়া যাবে। এই উপলক্ষ্যে ‘ছট- আ সিম্বল অফ সিমপ্লিসিটি অ্যান্ড ক্লিনলিনেস’ বিষয়ের ওপর একটি বিশেষ কভারও প্রকাশিত হয়েছে।    
 
শ্রী প্রসাদ জানিয়েছেন ছট পুজোতে শুধু উদীয়মান সূর্যের উপাসনাই করা হয়না, সূর্যাস্তেরও উপাসনা করা হয়। সরল, বিশুদ্ধ এবং শৃঙ্খলাপরায়ন জীবনযাত্রার ঐতিহ্য হল সূর্য ও ছটি মাইয়ার আরাধনা। শ্রী প্রসাদ এই প্রসঙ্গে মহামারির সময়ে ডাক বিভাগের ভালো কাজের প্রশংসা করেছেন, বিশেষ করে সুবিধাভোগীদের কাছে ডিজিটাল পদ্ধতিতে টাকা পৌঁছে দেওয়ার বিষয়টিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মন্ত্রী দেশের বিভিন্ন জনপ্রিয় উৎসবকে ডাক টিকিটের মাধ্যমে প্রকাশ করার জন্য দপ্তরকে পরামর্শ দিয়েছে।  
 
***
 
 
CG/CB/NS

(रिलीज़ आईडी: 1674235) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Punjabi , Tamil