স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সে কেন্দ্রীয় পুল থেকে কোভিড যোদ্ধাদের সন্তানদের বাছাই করার অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রক
प्रविष्टि तिथि:
19 NOV 2020 12:49PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৯ নভেম্বর, ২০২০
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন জানিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস পাঠক্রমের জন্য কেন্দ্রীয় পুল থেকে কোভিড যোদ্ধাদের সন্তানদের বাছাই করা হবে। এরজন্য ‘ওয়ার্ডস অফ কোভিড ওয়ারিয়ার্স’- ক্যাটেগরি তৈরি করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেছেন কোভিড সংক্রমিতদের চিকিৎসার জন্য কোভিড যোদ্ধারা যে মহান অবদান রেখেছেন তাকে স্বীকৃতি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমবিবিএস আসনে কেন্দ্রীয় পুল থেকে বাছাই করার সময় কোভিড-১৯এ সংক্রমিতদের চিকিৎসা অথবা কোভিড-১৯ সংক্রান্ত কাজ করার সময় যারা প্রাণ হারিয়েছেন তাদের ছেলেমেয়েদের এই সুযোগ দেওয়া হবে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, কেন্দ্র কোভিড যোদ্ধাদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা প্যাকেজ আগেই ঘোষণা করেছিল।
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস পাঠক্রমে ৫টি আসন এই কোভিড যোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২০২০ সালের নিট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, মেডিকেল কাউন্সিল কমিটি অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করবে। তার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।
***
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1674192)
आगंतुक पटल : 229