কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

নতুন নিযুক্ত সিআইসি শ্রী ওয়াই.কে. সিনহার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং-এর সাক্ষাৎ

Posted On: 15 NOV 2020 6:05PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫ নভেম্বর, ২০২০

সদ্য নিয়োগ প্রাপ্ত মুখ্য তথ্য কমিশনার শ্রী যশোবর্ধন কুমার সিনহা আজ উত্তর পূর্বাঞ্চলের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

৬২ বছর বয়সী শ্রী সিনহা এর আগে বৃটেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন। এরপর তিনি তথ্য কমিশনার হিসেবে কাজ করেন, সম্প্রতি মুখ্য তথ্য কমিশনার পদে উন্নিত হয়েছেন। শ্রী সিনহা জম্মু-কাশ্মীর ও আসামে প্রাক্তন রাজ্যপাল এবং সেনাবাহিনীর প্রাক্তন উপ-প্রধান প্রয়াত লেফ্টেন্যান্ট জেনারেল এস কে সিনহার পুত্র।

মন্ত্রীর সঙ্গে আধ ঘন্টার বৈঠকে মুখ্য তথ্য কমিশনার (সিআইসি) জুন মাসে আরটিআই-এর (তথ্য জানার অধিকার) আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির বিষয়ে জানিয়েছেন। কোভিড পরিস্থিতি সত্ত্বেও গত বছরের জুন মাসের হিসেব অনুযায়ী এবার অনেক বেশি সংখ্যায় আরটিআই-এর নিষ্পত্তি হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অনলাইন, ভিডিও কনফারেন্সে এ বছরের জুন মাসে কাজ করা হয়েছে। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই এলাকা সিআইসি-র আওতায় এসেছে। শ্রী সিনহা নতুন এই কেন্দ্রশাসিত অঞ্চলের আরটিআইগুলির নিষ্পত্তির বিষয়েও জানিয়েছেন। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সমন্বয়ের জন্য এবং সরকারের থেকে নিরন্তর সহযোগিতা পাওয়ায় তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানান।

ডঃ সিং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সিআইসি-র কাজের মানোন্নয়নের বিষয়ে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। জম্মু-কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেছেন, আগের অবস্থার থেকে এখন এর পরিস্থিতির পার্থক্য হল౼ওই অঞ্চলের রাজ্য বা বাসিন্দাদের বিষয়গুলির বাইরে অন্যান্য বিষয়গুলিও এখন আরটিআই-এর আওতাভুক্ত হয়েছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, দেশের বা বিদেশের যেকোন অঞ্চল থেকে দিনের যেকোন সময় অনলাইনের মাধ্যমে আরটিআই-এর আবেদন করার ব্যবস্থা মোদী সরকার বাস্তবায়িত করেছে। এই সরকারের আমলেই সিআইসি-র দপ্তর নতুন অফিসে স্থানান্তরিত হয়েছে। সরকারের কাজকর্মের স্বচ্ছতা ও নাগরিকদের অংশগ্রহণের ওপর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দেওয়ায় এই কমিশনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে ডঃ সিং জানিয়েছেন।

***

 

CG/CB/NS


(Release ID: 1673081) Visitor Counter : 194