অর্থমন্ত্রক

রিয়েলএস্টেট ডেভোলপার ও বাড়ি ক্রেতাদের জন্য আয়কর ছাড়

Posted On: 13 NOV 2020 4:17PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৩ নভেম্বর, ২০২০

 

আত্মনির্ভর ভারত ৩.০ প্যাকেজের অঙ্গ হিসেবে কেন্ত্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বৃহস্পতিবার রিয়েলএস্টেট ডেভোলপার এবং বাড়ি ক্রেতাদের আয়কর ছাড়ের সুবিধার কথা ঘোষণা করেছেন। এতে ফ্লাট-বাড়ি তৈরি ও বিক্রি বাড়াতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষেরই আয়কর ছাড়ের সুবিধা মিলবে। রিয়েলএস্টেট ক্ষেত্রে সার্কেল রেট এবং চুক্তির অর্থের মধ্যে যে পার্থক্য দেখা যায় সেটি আয়কর আইনের ৪৩সিএ ধারার মাধ্যমে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। যেসব নাগরিকরা সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন তাঁদের জন্য ৩০শে জুন পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। এর ফলে ক্রেতারা ২০ শতাংশ পর্যন্ত কর ছাড়ের সুযোগ পাবেন। আয়করের নিয়মের ক্ষেত্রে এই পরিবর্তনের ফলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা আরও বেশি করে বাড়ি কিনতে পারবেন। এই ক্ষেত্রে যথাযথভাবে আইনের সংশোধনের বিষয়টি প্রস্তাবিত হয়েছে। 

***

 

CG/SS/SKD


(Release ID: 1672678) Visitor Counter : 205