সংস্কৃতিমন্ত্রক

আগামীকাল থেকে পুনরায় জাদুঘর, আর্ট গ্যালারি এবং প্রদর্শনীশালা খোলার প্রস্তুতি পর্যালোচনার অঙ্গ হিসেবে আজ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেছেন

Posted On: 09 NOV 2020 6:54PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৯ নভেম্বর, ২০২০

 

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আগামীকাল থেকে জাদুঘর, আর্ট গ্যালারি এবং প্রদর্শনীশালা পুনরায় খোলার বিষয়ে স্টান্ডার্ড অপারেটিং প্রসেডিওর জারি করেছে। এই নীতি নির্দেশিকা অনুসারে জাদুঘর, আর্ট গ্যালারি ও প্রদর্শনীশালা পুনরায় খোলার প্রস্তুতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল আজ ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে মন্ত্রী জানান, আগামীকাল থেকে জাদুঘর, আর্ট গ্যালারি ও প্রদর্শনীশালা পুনরায় খোলার জন্য মন্ত্রকের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশ জারি করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল মিউজিয়াম কতটা প্রস্তুত তা পর্যালোনা করতেই তাঁর এই পরিদর্শন। তিনি ন্যাশনাল মিউজিয়ামের প্রস্তুতির বিষয়ে সন্তোষ ব্যক্ত করেন এবং এর জন্য মিউজিয়ামের কর্মী সদস্যদের প্রশংসাও জানান। তিনি বলেন, ন্যাশনাল মিউজিয়ামে অনলাইন টিকিট, প্রবেশ পথে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থাপনার মতো বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি এই ব্যবস্থাপনাকে আরও উন্নত করার জন্য সকলকে পরামর্শ দেওয়ার অনুরোধ জানান এবং এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের সহযোগিতা প্রার্থনা করেন। 

আনলক ৫.০-তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে এবং সংস্কৃতি ও সৃজনশীল সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের কাছ থেকে পাওয়া পরামর্শগুলি বিবেচনা করে কোভিড-১৯ সংক্রমণ প্রসার রোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাদুঘর, আর্ট গ্যালারি ও প্রদর্শনীশালা পুনরায় খোলার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে বিস্তারিত স্টান্ডার্ড অপারেটিং প্রসেডিওর জারি করা হয়েছে। 

এই নির্দেশিকায় জাদুঘর, আর্ট গ্যালারি এবং স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে প্রদর্শনীশালাগুলিতে দর্শনার্থীদের প্রবেশের জন্য স্টান্ডার্ড অপারেটিং প্রসেডিওর মেনে চলতে হবে। জাদুঘর, প্রদর্শনীশালা ও আর্ট গ্যালারিগুলিতে পর্যাপ্ত পরিচ্ছন্নতা ব্যবস্থা রাখতে হবে। টিকিট কাটার সুবন্দোবস্ত করতে হবে এবং সেখানে দর্শনার্থী ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 

এই নির্দেশিকায় আরও স্পষ্ট করে বলা হয়েছে যে, কোনো জাদুঘর, আর্ট গ্যালারি বা প্রদর্শনীশালা কনটেনমেন্ট জোনের ভেতর খোলা যাবে না। এক্ষেত্রে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রয়োজন অনুসারে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের কথা বিবেচনা করতে পারে।

কোভিড-১৯ মোকাবিলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংশ্লিষ্ট নীতি নির্দেশিকা জারি করেছে। সেই নীতি নির্দেশিকাগুলি কার্যকর করতে হবে এবং কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যদের সুবিধার্থে এবং সংশ্লিষ্ট রাজ্য/শহর/স্থানীয় আইনবিধি ও আনলক নীতি নির্দেশিকাগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আগামীকাল থেকে জাদুঘর, আর্ট গ্যালারি ও প্রদর্শনীশালা পুনরায় খোলা থাকবে।

জাদুঘর, আর্ট গ্যালারি ও প্রদর্শনীশালা পুনরায় খোলার জন্য যে স্টান্ডার্ড অপারেটিং প্রসেডিওর জারি করা হয়েছে তা বিস্তারিত জানতে ক্লিক করুন নিম্নলিখিত লিঙ্কে।

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/SOPsMuseums&ArtGalleries5112020.pdf

***

 

CG/SS/SKD



(Release ID: 1671576) Visitor Counter : 140